শনিবারই ঘোষণা হয়েছে রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায়। রায় অনুযায়ী, অযোধ্যার বিতর্কিত জমি দেওয়া হচ্ছে হিন্দুদের। সেখানে তৈরি হবে মন্দির। আর অন্য জায়গায় ৫ একর জমি দেওয়া হবে মুসলিমদের। এই রায়ের পর টুইটারে প্রতিক্রিয়া দিলেন বিতর্কিত লেখিকা তসলিমা। অযোধ্যা মামলার রায় প্রকাশ্যে আসার পর পরপর দুটি টুইট করেছেন তসলিমা। প্রথমটিতে লিখেছেন, আমি যদি বিচারপতি হতাম, তাহলে ২.৭৭ একর জমি সরকারকে দিতাম, যাতে সেখানে একটা আধুনিক সায়েন্সের স্কুল তৈরি করা যায়। আর ৫ একর জমিও সরকারকে দিতাম, যাতে সেখানে আধুনিক ব্যবস্থাসম্পন্ন হাসপাতাল করা সম্ভব হয় আর রোগীরা বিনামূল্যে চিকিৎসা পায়।
বাংলাদেশি লেখিকা বিতর্কের জেরে দীর্ঘদিন ধরেই নির্বাসিত। বর্তমানে ভারতে থাকেন তিনি। বিভিন্ন ইস্যুতেই মুখ খোলেন তসলিমা। এবারও সরব তিনি। তার দাবি, কেন ৫ একর জমি দেওয়া হল মুসলিমদের। রায় অনুযায়ী, বলা হয়েছে বাবরি মসজিদ কোনও ফাঁকা জমিতে তৈরি হয়নি। আগে কোনও নির্মাণ ছিল ওই জমিতে। তবে ঠিক কি ছিল, সেটা আর্কিওলজিক্যাল সার্ভে জানাতে পারেনি বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।