মোঃ ওমর ফারুক
বীরের রক্তে লেখা আমাদের এই দেশ,
সোনার বাংলা দেশ।
সবুজ শ্যামলে ভরা মাঠের সমাবেশ,
আমাদের এই দেশ।
তেরশত নদীর এই দেশ,
সোনার বাংলাদেশ।
আটষট্টি হাজার গ্রাম নিয়ে এই দেশ,
আমাদের এই বাংলাদেশ।
সোনার বাংলাদেশ।
কাজল মাটির দেশ,
আমাদের এই বাংলাদেশ।
সোনালী আঁশের দেশ,
সোনার বাংলাদেশ।
কবি সাহিত্যিকের দেশ,
আমাদের এই বাংলাদেশ।
শেখ মুজিবের দেশ,
সোনার বাংলাদেশ।
যাকে নিয়ে গর্ব করি,
সেইত আমাদের এই বাংলাদেশ।