আমি হাটিতে হাটিতে বড় ক্লান্ত
কোথায় বসিয়া লিখিবার জায়গা নাই।
তবু ও হাটছিলাম
সূর্যি পশ্চিমে হেলেছে
ভাবিলাম সন্ধ্যা হইলে একটু শান্তির পরশ মিলিতে পারে।
অল্পসময় পর সন্ধ্যা সূর্যিকে গ্রাস করিল।
আমি শান্তির পরশ পাইলাম
তবে তা বেশি সময়ের জন্য ছিল না।
কিছুক্ষণ পর আকাশ ভেঙ্গে টুপটুপ বৃষ্টি পড়তে আরাম্ভ করল।
আমার শান্তি আবার পালাল
বুঝতে পাড়লাম এখানে শান্তিমত লিখিবার জায়গা কদাচির।
হঠ্যা বৃষ্টি থামিল,আমার মন খুশিতে নাচতে ছিল।
আমি লিখা শুরু করলাম।কিছু লেখা হইছে মাত্র
আবার প্রচন্ড বাতাসের সাথে মুষলধারায় বৃষ্টি।
আমার লিখিবার কাগজ যে কোথায় উরিয়া গেছে তা বলা কষ্টসাধ্য।
আবার বৃষ্টি থামিল,ঠিক পনেরো মিনটে পর আবার ইলশেগুঁড়ি মত বৃষ্টি।
আবার বৃষ্টি থামিল,ভাবিলাম এবার আর বৃষ্টি পড়বে। তাই হলো
সব মিলিয়ে পুরো সন্ধ্যাটা বর্ষণমুখর হলো।
তখন মনে পড়ল মানুষের জীবনের সাথে এই বর্ষার সন্ধ্যার ভারি মিল।
বৃষ্টির মতো মানুষের জীবনে দুঃখ কষ্ট যায় আর আসে।