উজ্জীবিত বাংলাদেশ নিউজ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রতিটি গ্রামে রয়েছে মাদক বিক্রেতাদের উৎপাত। বক্তাবলী মাদক নির্মূল কমিটির তালিকা অনুযায়ী পাওয়া গেছে ৫৯ জনের তালিকা। তালিকা অনুযায়ী দেখা যায় ডিলার থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত রয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর বিন্যাস। মোট ৫৯ জন ডিলার ও মাদক বিক্রেতার তালিকা এসেছে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের হাতে তাদের মধ্যে ২৪ জন ডিলার রয়েছেন এবং ৩৫ জন মাদক বিক্রেতা। এলাকাবাসীর দাবী এর সংখ্যা হবে শতাধিকের বেশী।
প্রথম শ্রেনীর ডিলার হলেন, রামনগর এলাকার মৃত ছাবেদ আলীর পুত্র রহিম বাদশা ( বর্তমানে জেলখানায়) গোপালনগর এলাকার সায়েদ আলীর পুত্র ইদ্রিস আলী,লক্ষীনগর এলাকার দিলবর আলীর পুত্র মতিন,চর প্রসন্ননগর এলাকার তাইজুল ইসলামের পুত্র মোঃ রতন,রামনগর এলাকার মিন্নত আলীর পুত্র হবুল,কানাইনগর এলাকার সোনা মিয়ার ছেলে মোঃ সালাউদ্দিন,মধ্যনগর এলাকার মানিক কসাইয়ের পুত্র জামান ও আমান, মধ্যনগর এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে মোঃ হালিম,মধ্যনগর এলাকার মৃত মজিবরের ছেলে রফিকুল ইসলাম (বর্তমানে জেলে),রামনগর এলাকার মৃত আজমত আলীর ছেলে কানা আজিজ,কানাইনগর পশ্চিম পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে জামাল হোসেন,চরবয়রাগাদী এলাকার ইদ্রিসের সহযোগী মৃত মোহর আলীর ছেলে দেলোয়ার হোসেন,গঙ্গানগর এলাকার নাজির মিয়ার ছেলে মনির হোসেন,দ্বিতীয় শ্রেনীর ডিলার রা হলেন,লক্ষীনগর এলাকার নুরু মিয়াঁর পুত্র মরা মোকতার,প্রসন্ননগর এলাকার জয়নাল ফকিরের পুত্র মোঃ হোসেন, গোপাল নগর এলাকার মৃত ইলিয়াস আলীর পুত্র মাউচ্ছা জাকির,উত্তর গোপাল নগর এলাকার জাকির হোসেনের পুত্র অন্তুু,তৃতীয় শ্রেনীর ডিলার হলেন,গংঙ্গানগর এলাকার মৃত রহম আলীর পুত্র হানিফা,লক্ষী নগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাসেল, রামনগর এলাকার মতিন কসাইয়ের পুত্র বাবু,গঙ্গানগর লালু কসাইয়ের পুত্র স্বপন,মীরগঞ্জ এলাকার আব্দুল হক মোড়লের ছেলে সোহান,উত্তর গোপাল নগর এলাকার ইয়ার মিয়ার পুত্র নুর আলম প্রমুখ।
মাদক বিক্রেতারা হলেন,রামনগর এলাকার মৃত লাল চাঁন মিয়াঁর পুত্র মোঃ হোসেন, রামনগর নগর এলাকার মেন্দা জাকিরের ছেলে ওসমান, রামনগর এলাকার তসিমুদ্দিন,রামনগর রহিম বাদশার সহযোগী লাক মিয়ার পুত্র মোঃ আরিফ,রহিম বাদশার স্ত্রী,হবুলের স্ত্রী, রামনগর এলাকার হবুলের সহযোগী আহসান উল্লার পুত্র আলী,রামনগর এলাকার মিন্নত আলীর পুত্র রাসেল,লক্ষীনগর এলাকার সামাদ ভূইয়ার পুত্র আল ইসলাম, একই এলাকার মৃত দিলবর আলীর পুত্র হানিফা,মৃত জমশের আলীর পুত্র আহসান মিয়া,মৃত ফজল সরদারের পুত্র তৌহিদুল ইসলাম,বাচ্চু মিয়ার পুত্র মোঃ রবিউল,কলিমুল্লাহর এর পুত্র মোঃ রুবেল,হযরত আলীর ছেলে আলমগীর হোসেন, জমশেদ আলীর পুত্র মানিক,মাহমুদ আলীর ছেলে রহিম,আতাউল্লাহ এর ছেলে ইব্রাহিম, ফজল সরদার এর পুত্র জহির, কানাইনগর এলাকার হাবিজউদ্দিন পুত্র শরীফ,গঙ্গানগর নাজির মিয়ার পুত্র মনির হোসেন, রাজাপুর এলাকার মালেকের পুত্র অলি,আহাম্মদ এর পুত্র মতিন,হবিজলের পুত্র শফিক,গোপাল নগর এলাকার মৃত ফকির চানের পুত্র আনোয়ার হোসেন,মৃত ফিরোজ মিয়ার স্ত্রী সেলিনা, মধ্য নগর এলাকার মৃত করিম মালের পুত্র শহীদ মাল,রামনগর এলাকার শুক্কুর আলীর পুত্র আয়নাল,লক্ষীনগর এলাকার তালুকদারের ছেলে আবু সাঈদ,মনসুর আলীর ছেলে জুনাইদ,মৃত মকবিলের পুত্র আক্তার হোসেন,আতিবরের পুত্র সাদ্দাম,মৃত নোয়াব আলীর পুত্র মোকতার হোসেন,মধ্যনগর এলাকার মানিক কসাই এর পুত্র জুয়েল,মৃত.দুখাইয়ের ছেলে সহিদ,মৃত.ওয়াজউদ্দিনের ছেলে বাসেদ,আবদুল হাইয়ের ছেলে বাবু মাল,মতি মিয়ার ছেলে সামসুল প্রমুখ।
এ ব্যাপারে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী বলেন,মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই।সে যত কাছের লোক হোক।কারন মাদক ব্যবসায়ীরা রাষ্ট্রের শত্রু।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ মঞ্জুর কাদের বলেন,আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে।কোন ছাড় নাই।
জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বলেন,আমার কাছে বক্তাবলীর মাদক বিক্রেতার নাম এসেছে আমি গোয়েন্দা দিয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহন করবো।