কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সোহাগের পায়ের কাছে মাটিতে ফাঁকা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন আওয়ামী সমর্থিত গাজী মোল্লা বাহিনীর সন্ত্রাসীরা,
২০ শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ ঘটিকার সময় শহীদ নগর থেকে একটু সামনে কিরনের মুদি দোকানের সামনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে সোহাগ বাদী হয়ে গাজী মোল্লা , সাইফুল,শরীফ, মুজাহিদ সহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যুবদল নেতা সোহাগ সাংবাদিকদের জানান রাজনৈতিক কারণে গাজী মোল্লা সহ তার বাহিনী দীর্ঘ দিন যাবত আমার সাথে শত্রুতা পোষণ করে আসছে, তারই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টায় শহীদ নগর এলাকায় কিরণের মুদি দোকানের সামনে উল্লেখিত বিবাদীরা দুইটি মোটরসাইকেলে এসে আমার পথরোধ করে আমার পায়ের সামনে মাটিতে কয়েকটি গুলি করে এবং আমাকে এই বলে হুমকি প্রদান করে যে আগামী দিনের মধ্যে যদি তুই এলাকা না ছাড়িস তাহলে তোকে মেরে ফেলবো আজকে মাটিতে গুলি করলাম পরবর্তীতে তোর বুকে গুলি করবো।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।