ফতুল্লার শিল্পনগরী বলে খ্যাত পোষ্টঅফিস রোড হতে শিবু মার্কেট শিল্পাঞ্চলে মূর্তিমান এক আতংকের নাম দুই সহদয় মিঠুন ও আলম। এক সময় স্থানীয় যুবলীগ নেতা শামীম ওসমানের আস্থাভাজন নিয়াজুলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে মিঠুন লামাপাড়া, রামারবাগ,কুতালেরবাগ শিবু মার্কেটসহ আসপাশ এলাকায় গড়ে তুলেছে অপরাধের সম্রাজ্য। আর এই অপরাধ সম্রাজ্যের মুকুটহীন সম্রাট হয়ে উঠেছেন মিঠুন। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজীসহ বিস্তার অভিযোগ রয়েছে । তথ্য মতে, নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া এলাকার মোহাম্মদ আলী দুই পুত্র মিঠুন আলম।
এই চতুর এ মিঠুন আওমীলীগ সরকার আমলে ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী, সহ নানা অপরাধের জন্ম দিয়ে গোটা লামাপাড়া শিল্পাঞ্চলে মূর্তিমান আতংকে পরিনত করে রেখেছিলো। তার রয়েছ বিশাল এক সন্ত্রাসী বাহিনী।ঝুট সেক্টরে তার রয়েছে একক প্রভাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতন হলে মিঠুন ও ছোট ভাই আলম কিছুদিন গা ঢাকা দিয়ে থেকে আবার এলাকায় এসে তার প্রভাব খাটিয়ে নতুন করে ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী করাসহ আরো বেপোরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় একাধিক তথ্য মতে, জানা যায় গত বুধবার (৯ অক্টোবর) শিবু মার্কেট এলাকার টেক্স এসিয়া যা ইউরোটেক্স নামে পরিচিত ও শীক গামেন্ট তার বাহীনি দিয়ে ঝুট নামায় এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলকর সৃষ্টি হয়। স্থানীয় একাধিক ব্যক্তি জানায় বিগত সরকার আমলে এই সন্ত্রাসী তার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে এখনো সে তার ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী আরো বেপোরোয়া হয়ে উঠেছে।
ফতুল্লার শিল্পনগরী বলে খ্যাত পোষ্টঅফিস রোড হতে শিবু মার্কেট শিল্পাঞ্চল ঝুট সন্ত্রাসী, চাঁদাবাজী মুক্ত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অভিযান হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতনমহল।