প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন একটি সমাবেশে ফতুল্লা প্রেসক্লাব এবং প্রেসক্লাবের সদস্যদের হুমকী দেয়ার প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। রবিবার বিকালে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটিতে জরুরী সভায় এই প্রতিবাদ জানানো হয়।
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন,জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন গত শনিবার বিকালে ফতুল্লা ধর্মগঞ্জ চলার মাঠে আয়োজিত এক সমাবেশ থেকে ফতুল্লা প্রেসক্লাব এবং ক্লাবের সদস্যদের হুমকী দিয়েছেন। আমরা সাংবাদিকদের হুমকীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এক শ্রেণির অতি উৎসাহীদের চক্রান্তে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে একের পর এক হত্যা মামলা দিয়ে শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলে সরকারের সুনাম ক্ষুণ্নের চেষ্টা চলছে, যা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকরা জাতির বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যমে জাতির কাছে ভুলত্রুটি তুলে ধরেন। কোনো গণমাধ্যমকর্মী অপরাধ করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যথাযথ ধারা অনুসরণ করে আইনি ব্যবস্থা বা প্রয়োজনে প্রেস কাউন্সিলে অভিযোগ করা যেতে পারে।গণমাধ্যম কর্মীদের কেউ কণ্ঠরোধের চেষ্টা করা হলে কেউ চুপ করে থাকবে না। আমরা মুহাম্মদ গিয়াসউদ্দিনের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।