মঙ্গলবার (২৪ মে) দিনব্যাপি ফতুল্লার দাপা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী -২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ খন্দকার লুৎফর রহমান স্বপন। তিনি বলেন, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড তেমনি খেলাধূলাও শিক্ষার একটি অংশ। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা ছাড়া একটি জাতি নষ্ট হয়ে যায়। আমরা শিশুদেরকে ঘরবন্দী করে ফেলেছি।
যার ফলে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।ক্রমান্বয়ে তারা প্রতিবন্দ্ধী হয়ে যাচ্ছে। শিশুদের ঘরবন্দী করে না রেখে সপ্তাহে অন্তত একটি দিন এক-দুই ঘণ্টা করে হলেও একটু খোলা মাঠে খেলাধূলা কিংবা ঘোরাফেরার অভ্যাস করার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।
পুরস্কার বিতরণের পাশাপাশি শিশুদের উৎসাহ প্রদানের জন্য প্রত্যেককে সম্মানী হিসেবে কিছু নগদ টাকা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।