নিজস্বসংবাদদাতা : ফতুল্লা মডেল থানা ও জেলা ডিবি পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮৫ পুরিয়া হেরোইন ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ৮ বোতল ফেন্সিডিল এবং এক কেজি সহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার মডেল থানা পুলিশ গত গত ৭ জানুয়ারী দাপা ইদ্রাকপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পুরিয়া হেরোইনসহ মোল্লা রাসেলের স্ত্রী রাবেয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা থানার আরেক টীম ভূইগড় এলাকা থেকে একই দিন ১ কেজি গাঁজাসহ ভূইগড় এলাকার মৃত মোতালেবের ছেলে মহসিন (৩৮) এবং মৃত জিন্নাত আলীর ছেলে আ.আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে ।
ফতুল্লা থানা পুলিশ আরেক অভিযান চালিয়ে মাসদাইর পাকার পুল এলাকা থেকে মোক্তার হোসেনের ছেলে কবির হোসেন (৩০), উজ্জল হোসেনের ছেলে সিফাত হোসেন (২১) কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। ।
গত ৮ জানুয়ারী রাতে দাপাইদ্রাকপুর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পুরিয়া হেরোইনসহ মহিউদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২৮) কে গেপ্তার করেছে। একই রাতে আরেক অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ আলীগঞ্জ এলাকা থেকে মৃত আ. মালেকের ছেলে আব্দুর রহিম (৩০) কে গ্রেপ্তার করেছে।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গত ৮ জানুয়ারী ৮ বোতল ফেন্সিডিলসহ ইব্রাহীমের ছেলে রনি (২৬) এবং শামসুল ইসলামের স্ত্রী আসমা (৩৫) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।