আলীগঞ্জে পুলিশের নাকের ডগায় দেদারসে বিক্রি হচ্ছে মাদক, আর এই মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে সোর্স আইনু ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জে গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য, এখানে হাত বাড়ালেই পাওয়া যায় গাঁজা,ইয়াবা,হেরোইন ফেন্সিডিলসহ সকল ধরনের মরণঘাতক নেশা। জানা যায় এই মাদকের হাট নিয়ন্ত্রণ করে ফতুল্লা মডেল থানা পুলিশের এক কথিত সোর্স আয়নাল ওরফে সোর্স আয়নু। তার সেকেন্ড ইন কমান্ড রাসু ওরফে রাসেল এর মাধ্যমে আলীগঞ্জ তিন রাস্তার মোড় থেকে রেললাইন পর্যন্ত মাদক বিক্রি করাচ্ছে আইনু,সেলসম্যন হিসেবে রয়েছে আহাম্মদ,ড্রাইভার কালু সহ অনেকেই। আলীগঞ্জের চিহ্নিত মাদক ব্যাবসায়ী খোকার মাদক স্পটের সকল ঝামেলা দেখভাল করে ছায়া দিয়ে থাকে এই সোর্স আইনু।
বর্তমানে আলীগঞ্জের মাদক সাম্রাজ্যর একক আধিপত্য আইনুর,আলীগঞ্জের ছোট বড় সকল মাদক ব্যাবসায়ীরা সোর্স আইনুকে মাসোয়ারা দিয়েই মাদক ব্যাবসা করে, কেউ দিতে না চাইলে তাকেই পুলিশ দিয়ে ধরিয়ে দেয় সোর্স আইনু। যারা মাসোয়ারা দিয়ে চলে পুলিশ আসার আগেই সর্তক বার্তা দিয়ে দেয় আইনু,যার ফলে মাদক ব্যাবসায়ীরা তখন অনেকটাই সর্তক হয়ে আত্মগোপনে থাকে। আলীগঞ্জ সহ এর আশপাশের এলাকায় পুলিশের নাম ভাঙ্গিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে এই পুলিশের সোর্স। আলীগঞ্জ এলাকায় মূল মাদক ব্যাবসায়ীদের শেল্টার দেয়া থেকে শুরু করে নিজেও চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা বাণিজ্য। এরই মাঝে আলীগঞ্জে সোর্স আয়নাল ওরফে আইনু অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে। তাকে ম্যানেজ করেই মাদক ব্যবসায়ীরা করছে মাদক ব্যবসা।তার রয়েছে বিশাল বাহিনী। এই বাহিনী দিয়ে আইনু গোপনে চালাচ্ছে মাদক ব্যবসা।
সূত্র জানায়, পুলিশের সোর্স পরিচয়ে আইনু আলীগঞ্জ এলাকায় মাদক বিক্রি করছে।এমনকি অনেক মাদক ব্যবসায়ীকে তার নিয়ন্ত্রনে মাদক ব্যাবসা চালিয়ে যেতে সহায়তা করছে। এবং আইনুর কাছ থেকে মাদক নিয়ে বিক্রি করছে। জানাযায় এক সময় গাড়ীর মিস্ত্রি ছিলো আইনু এর পর মাদক ব্যাবসা শুরু করে। বিপুল পরিমান ফেন্সিডিল সহ আটক হয়ে জেলেও খেটেছিল সোর্স আইনু ও রাসু(রাসেল),পরে বনে যান থানা পুলিশের সোর্স,বিভিন্ন ভাবে মানুষকে হয়রানী করতে থাকে,দুই স্ত্রীকে আলাদা-আলাদা বাড়িও নির্মান করে দেয় আইনু,বর্তমানে আলীগঞ্জের মাদক ব্যাবসা থেকে শুরু করে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে বনে গেছে বিত্তশালী, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, কোন মাদক ব্যবসায়ী যদি আইনুর কথা না মানে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেয়। সোর্সরা এতো বড় সাহস কোথায় পায় এমনই প্রশ্ন সাধারণ মানুষের। সোর্স আইনুকে আইনের আওয়তান এনে আলীগঞ্জ এলাকায় সকল ধরনের মাদক স্পট বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয়রা।