নূরুল ইসলাম নূরু:- ১৯২০ সালের ১৭ মার্চ বাংলার মানুষের ভাগ্যাকাশে অমাবশ্যার তিথিতে পুর্ণিমার চাঁদ হয়ে আবির্ভাব ঘটেছিল হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের। মা সাহারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নিয়ে ছিলেন মায়াবী বদনের ফুট ফুটে একটি ছোট্ট শিশু। বাবা শেখ লুৎফর রহমান ও মা সাহারা খাতুন আদর করে সেই শিশুটির নাম রেখে ছিলেন শেখ মুজিবুর রহমান। সেই ছোট্ট শিশুটি তার মেধা , প্রজ্ঞা ও দেশপ্রেমে বলিয়ান হয়ে বাঙ্গালী জাতির অবিসংবাদিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের জনগন শেখ মুজিবুর রহমানকে তাঁর কাজে মুগ্ধ হয়ে ভালবাসার স্বীকৃতি সরূপ ’বঙ্গবন্ধু’ খেতাবে ভুষিত করেন। বাংলাদেশের অধীকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে তাঁর জীবন ও যৌবনের দীর্ঘ বছর কারা বরন করে কাটাতে হয়েছে। শত শোষন-নিপীড়রন শেখ মুজিবকে দমাতে পারেনি। শেখ মুজিবের সততা, ত্যাগ স্বীকার ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙ্গালি জাতি অর্জন করতে সক্ষম হন লাল সবুজের পতাকা খচিত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতীর জনক অর্থাৎ জাতির পিতা। তিনি হলেন সারা বিশ্বের এক অবিসংবাদিত মহান নেতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি । আজ আমি সেই মহান নেতার সাথে আমার জীবনের একটি দুর্লভ মুহুর্তের ম্মৃতিচারণ করার জন্য আমার এই সামান্য লেখাটি প্রকাশ করার চেষ্টা করছি। সঠিক দিন তারিখটি আমার স্মরনে নেই। তবে এইটুকু মনে আছে, পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করার জন্য উদ্দেশ্য প্রনোদিতভাবে আগরতলা ষড়যন্ত্র মামলা সাজিয়ে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে কারাগারে আটক করে রাখেন। কারাগারে শেখ মুজিব,সার্জেন্ট জহুরুল হক সহ অন্যান্য নেতাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। এর প্রতিবাদে এবং শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা, আবালবৃদ্ধবনিতা ১৯৬৯ সালের প্রথম দিকে এক দুর্বার গণআন্দোলন গড়ে তুলেন। দুর্বার গণআন্দোলনে দিশেহারা হয়ে, অবশেষে পাকিস্তান দখলদার বাহিনী বঙ্গবন্ধু সহ সকল নেতাদেরকে মুিক্ত দিতে বাধ্য হন। দিনটি হয়তো মার্চ মাসের শেষ অথবা এপ্রিল মাসের প্রথম দিক হবে। শেখ সাহেব মুক্তি পেয়েই দলীয় শীর্ষ নেতাদের নিয়ে চলে আসেন ফতুল্লার দাপাইদ্রাকপুরস্থ অধ্যাপক হামিদুর রহমান সাহেবের বাড়িতে। রাত তখন অনুমান ৮টা , আমার জেঠাতো ভাই, বর্তমান ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আউয়াল এসে আমাকে বল্লেন, শেখ মুজিবুর রহমান হামিদ সাহেবের বাড়িতে এসেছেন, তুই ছাত্রলীগ করস যা, তোকে কেউ কিছু বলবে না। তখন আমি দশম শ্রেণীর ছাত্র এবং ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলাম। আমি আউয়াল ভাইকে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন। তিনি বল্লন, সোহরাবের কাছ থেকে জানতে পেরেছি। এই সোহরাব মিয়া ছিলেন আউয়াল ভাইয়ের ছোট বোন সালেহা ওরফে সেলির স্বামী। তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অধ্যাপক হামিদুর রহমান সাহেবের বাড়ির কেয়ার টেকার ছিলেন এই সোহরাব মিয়া। অধ্যাপক হামিদুর রহমান সাহেবের বাড়িটি ইতিহাসের স্বাক্ষী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দাপাইদ্রাকপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পশ্চিম পাশে এবং বুড়িগঙ্গা নদীর পূর্ব পাশে স্মৃতির চিহ্ন হয়ে আজও দাড়িয়ে আছে। আমি শেখ মুজিবুর রহমানের একজন অন্ধ ভক্ত হিসেবে কোন দিক পাশ না ভেবে তাৎক্ষনিক ভাবে সরাসরি অধ্যাপক হামিদুর রহমান সাহেবের বাড়িতে চলে যাই। ভাগ্য আমার সুপ্রসন্ন ছিল, কারন ঐ বাড়িতে একজন বিহারী (নন ব্যাংগলী) দারোয়ান ছিলেন, তিনি হয়তো কোন কাজে অন্য কোথাও ছিলেন। তাই আমাকে কোন বাধার সন্মুখীন হতে হয়নি। এই বাড়িটি ছিল দক্ষিণমুখী, বাড়ির সামনে দক্ষিণ দিকে একটি বাগান ছিল। এই বাগানটি বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সুশোভিত হয়ে মুলি-বাশের কেঁচি বেড়া দিয়ে ঘেরা ছিল। বাগানে প্রবেশের জন্য পূর্ব দিকে কেঁচি বেড়্রা গেট ঝুরি ফুলের গাছ দিয়ে ঘেরাও ছিল। এ বাগানে বসে হামিদ সাহেব তার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সাথে অবসর সময়ে চা-পানের আয়োজন করতেন। তৎকালিন সময়ে বসার জন্য ছিল লোহর রডের ফ্রেমের মধ্যে প্লাষ্টিকের বেত দ্বারা মোড়ানো ইজি চেয়ার। আমি ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম ১০/১২টি ইজি চেয়ারে গোলাকার ভাবে ১০/১২জন লোক বসে আছেন। শেখ মুজিব ছিলেন কেঁচি গেইটের প্রবেশ দ্বারের কাছাকাছি বসা। তিনি তখন বুড়িগঙ্গা নদীর দিকে পশ্চিম মুখি হয়ে বসে ছিলেন। আমি প্রবেশ করার পরই শেখ সাহেবের পিছনে গিয়ে দাড়াই। আমি প্রবেশ করার পর ডান পাশে দেখতে পাই অধ্যাপক হামিদুর রহমান সাহেব ও তার সহধর্মিনী বসে আছেন। এরপর গোলাকার ভাবে বসা আমি যাদেরকে ঐ সময়ে চিনতাম তাদে মধ্যে দেখতে পেলাম সৈয়দ নজরূল ইসলাম, মোঃ তাজ উদ্দিন আহমেদ, ক্যাপটেন মনসুর আলী, মোঃ কামরুজ্জামান সহ অন্যান্য নেতারা বসে আছেন। কিন্তু আমি শেখ সাহেবকে দেখতে পাচ্ছিলাম না। কারন আমি তখন শেখ সাহেবের পিছনে উনার ঘারের কাছেই দাড়িয়ে ছিলাম। আর উনাকে স্পস্ট ভাবে না দেখার আর একটি কারন ছিল। তখন ঐ বাগানটি আধো আলো আধো অন্ধকারে ছেঁয়ে ছিল। একটি বাশের আগায় ১শ’ওয়াটের একটি ফিলিপস বাতিই ছিল আলোর যোগানদাতা। তখন আঁধো আলো আঁধো অন্ধকারে একটি নির্মল পরিবেশে নেতৃবৃন্দ আলোচনায় মগ্ন ছিলেন। আমাকে দেখে তাঁরা সবাই হতভম্ব হয়ে পড়েন। কারন শেখ সাহেব ও দলীয় লোকজন গোপনে এখানে এসেছেন। এটা বাহিরের অন্য কারো জানার কথা নয়। আমার ধারনা ঐ সময়ে নেতৃবৃন্দ আন্দোলনের কোন কর্মসূচি নিয়ে জরুরী আলাপ করছিলেন। আমাকে দেখে তারা প্রশ্ন করলেন বাবা তুমি কেন এখানে এসেছো, তুমি কি চাও। আমি বল্লাম, আমি ছাত্রলীগের একজন কর্মী এবং শেখ মুজিবুর রহমান সাহেবের ভক্ত। শুনেছি শেখ সাহেব এখানে এসেছেন। আমি উনাকে দেখার জন্য এসেছি। এ কথা বলার পর শেখ মুজিব উনার মাথাটি বাম দিকে ঘুরিয়ে আমাকে দেখে উনার বাম হাতটি বাড়িয়ে দিয়ে আমাকে আহবান করলেন,আমি আমার মাথাটি নিচু করে দিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কাছে টেনে নিলেন, ডান হাত দিয়ে আমার মাথা এবং গালে স্নেহের পরশ দিয়ে আদর করে আমাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কেমন আছ। আমি উনার প্রশ্নের উত্তর না দিয়ে, শেখ সাহেবকে প্রশ্ন করলাম, আপনি কেমন আছেন। তিনি আমার প্রশ্নের উত্তরে বল্লেন, তোমরা ভাল থাকলেই আমি ভাল থাকি। এ কথাটি মনে হলে আজও আমার চোঁখে পানি এসে যায়। কারন একজন লোক কত বড় মনের, কতো বড় মাপের,কত মহান হলে, তার নিজের কথা চিন্তা না করে সাধারন মানুষের মঙ্গলের কথা চিন্তা করতে পারেন এবং সাধারন মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করতে পারেন।। শেখ মুজিব সব সময় বলতেন একদিকে শোষক আর এক দিকে শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধু এই কথাটি তার জীবন দিয়ে বাংলার মানুষের কাছে প্রমাণ করে গেছেন। তিনি যদি শোষকদের সাথে আপোষ করতেন, তা হলে তাকে অকালে জীবন দিতে হতো না। আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি, এতো বড় মাপের মহান নেতার হাতের ছোঁয়া পেয়ে এবং তার কাছে গিয়ে, সামনে থেকে মহান নেতা শেখ মুজিবুর রহমানকে সচক্ষে দেখার সুযোগ পেয়ে। আজকের এই দিনে আমি সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবন রহমানের স্মৃতির কথা স্মরন করছি এবং জাতির জনকের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।