পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার পাগলায় জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ও তার এক সহোযোগিকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার(২৫ এপ্রিল) রাতে ফতুল্লা মডেল থানার পাগলা শাহী বাজার নুরবাগ এলাকায়।এ ঘটনায় হামলার শিকার আহত জেলা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ জয় হাওলাদার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামী করে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে সজল,শরিফ,জুয়েল ভুইয়া,রুহুল আমিন ও মোঃ শাকিল সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জন চারটি মোটর সাইকেল ও একটি অটোরিক্সায় করে এসে বাদী ও তার সাথে থাকা সজীব কে পাগলা শাহিবাজার গলি থেকে টোনে হিচড়ে নুরবাগ ক্যানেল মাঠে নিয়ে যায়।সেখানে নিয়ে গিয়ে হামলাকারীরা তাদের সাথে থাকা লোহার পাইপ,কাঠের টুকরো ডাসা দিয়ে এলোপাতাড়ি ভাবে পেটাতে থাকে।এক পর্যায়ে হামলাকারীরা তাদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে।এ সময় তারা আত্ন রক্ষার্থে ডাক- চিৎকার করলে স্থানীয়বাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।এ ঘটনার পরপরই হামলাকারীরা আহত ছাত্রলীগ নেতার অপর এক সহোযোগি কাউছার কেও মারধর করে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুলা মডেল থানার এস,আই নুরুল জানান,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে জানা গেছে যে ইন্টারনেট ব্যবসা কে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে।ইতিপূর্বে তাদের মধ্যে সৃ্স্ট দ্বন্দ নিরসনে স্থানীয় ইউপি সদস্য ও কুতুবপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন উভয় পক্ষকে নিয়ে সমাঝোতায় বসেছিলেন এবং সমাঝোতা ও করেছিলেন।রবিবার রাতের নতুন করে হামলার ঘটনার অভিযোগে তদন্ত স্বাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।