নারায়ণগঞ্জের ফতুল্লাযর উত্তর মাসদাইর কেতাব নগর এলাকায় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিং আব্দুর রহমান বাহাদুর শাহ ফতুল্লা মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় জমি নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে, কিন্তু চক্রটি প্রধান মৃত-সিদ্দিক মোল্লার ছেলে নজরুল ইসলাম ও তার সহযোগী আনোয়ার হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের বারবার চেষ্টা চালাচ্ছেন।
ভুক্তভোগী কিং আব্দুর রহমান বাহাদুর শাহ জানান, যেকোন প্রকারে সংঘবদ্ধ এই চক্রটি জমিটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এমন কি চক্রটি আমার নামে মিথ্যা মামলা করার পায়তারা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকবার দিন দুপুরে সীমানা প্রাচীর ও স্থাপনা তৈরি করে জমিটি দখলে নেওয়ার প্রচেষ্টা চালালেও স্থানীয়দের তৎপরতায় চক্রটি তা করতে ব্যর্থ হন। এই ভূমিদস্যু গ্রুপ প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক নির্মাণ কাজ করার পায়তারা করছে। চক্রটি মাঝে মধ্যে মহড়া দিয়ে ভীতি তৈরি করছে এলাকায়। এছাড়াও আদালতের স্থিতিবস্থা জারি থাকা সত্বেও জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে।
অপরদিকে মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ১৯১ নং মাসদাইর মৌজাস্থিত, সি, এস খতিয়ান নং-২৫, সি, এস দাগ-৭৬৪ এস,এ ও আর,এস খতিয়ান নং-২৫৯, এস,এ ও আর, এর এস-২২৫ নিয়া উক্ত বিবাদী নজরুল ইসলাম এর সহিত দীর্ঘদিন যাবৎ আমারও পরিবারের সহিত জমি নিয়ে বিবাদ চলিয়া আসিতেছে। ইহার ফলশ্রুতিতে বিবাদী নজরুল ইসলাম আমি ও আমার পরিবারের বিরুদ্ধে বিজ্ঞ ২য় সাব জজ আদালত, নারায়ণগঞ্জ দেওয়ানী মোকদ্দমা নং-৫০৮/২০২৩ দায়ের করে ও মামলাটি বর্তমানে বিচারাধীন রহিয়াছে।
বর্তমানে আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং নানা হুমকী দমকি ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে। এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।