ফতুল্লায় বিএনপির রাজনীতিতে ঐক্যবদ্ধের পরিবর্তে বাজতে শুরু করেছে বিভক্তির সুর। পাঁচটি ইউনিয়নে গিয়াসউদ্দিন বলয়ের দেয়া আহবায়ক কমিটির বিরুদ্ধে শাহ আলম বলয়ের পাল্টা কমিটি দেয়ার প্রস্তুতি।
দেশের বৃহত্তর শিল্পনগরী ও বিশাল জনবহুল এলাকা হিসেবে খ্যাত ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা গঠিত নারায়ণগঞ্জ – ৪ আসন, এই নির্বাচনী আসনটি প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য লাকি আসন, কারন বিগত সংসদ নির্বাচনে এই আসন থেকে যে দলের প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে সে দলই সরকার গঠন করেছেন।
প্রবীন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় জনগনের ভাষ্যমতে ফতুল্লা থানার নেতাকর্মী ছাড়া শহরে আওয়ামিলীগ ও বিএনপির ঘোষিত কোন কর্মসূচি সফল হয় না। ফতুল্লায় জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। এখানে রয়েছে তাদের বিশাল ভোট ব্যাংক ও কর্মী বাহিনী। ২০০১ সালের ১ লা অক্টোরের নির্বাচনে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগ দেয়া আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আরেক দলীয় সবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আলীর সাথে হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে তৈরী হয় নিজেদের মধ্যে বিরোধ। তৎকালীন সময়ে নিজেদের মধ্যে রাজনৈতিক বিরোধের কারনে ক্ষমতায় থেকেও অনেক দলীয় নেতা কর্মী পায়নি ক্ষমতার স্বাদ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে বি এন পির মনোনয়ন পান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়িকা সাহরা বেগম কবরীর নিকট সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন শাহ আলম। নির্বাচনে পরাজিত হলেও চেষ্টা করেছেন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার। রাজনৈতিক ভাবে নিজের অবস্থান শক্তিশালী করার জন্য সাবেক সাংসদ গিয়াসউদ্দিন অনুসারীদের মাইনাস করে তিনি নিজে ফতুল্লা বিএনপির সভাপতি ও ভায়রা এড. আজাদ বিশ্বাস কে সাধারন সম্পাদক করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তৈরী করেন নিজস্ব বলয়।
সেই যে ফতুল্লায় বিএনপির রাজনীতিতে বিভক্তি তা আজো চলমান রয়েছে। জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. তৈমুর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তের বাইরে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রর্থী হলে দল থেকে বহিস্কৃত হন, এই সুযোগে বিএনপির আহবায়কের দায়িত্ব পান সাবেক সাংসদ গিয়াস উদ্দিন।
ফতুল্লায় বিএনপির নেতাকর্মীদের অভিযোগে জানা যায় জেলা বিএনপির আহবায়ক হয়েই সুযোগের সদ্ ব্যবহার করছেন তিনি। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে তার অনুসারীদের দিয়ে কমিটি দেয়া শুরু করেছে গিয়াসউদ্দিন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছেন তাদের মাইনাস করে আর যাদের কোনো ভুমিকা ছিল না তাদের পদপদবী দিয়ে কমিটি দিয়ে আসছেন। এ নিয়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও সদস্য সচিব এড. আবদুল বারী ভূইয়ার দেয়া পাঁচটি ইউনিয়ন বিএনপির কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির পাল্টা কমিটির খবর পাওয়া গেছে।
কাশীপুর ইউনিয়নে আহবায়ক মাইনুল ইসলাম রতন ও সদস্য সচিব আরিফ মন্ডলের কমিটির বিরুদ্ধ আমিরুল ইসলামকে আহবায়ক ও সালাউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে পাল্টা কমিটি ঘোষনা করা হয়েছে, এনায়েতনগর ইউনিয়নের আহবায়ক এড. মাহমুদুর রহমান আলমগীর ও সদস্য সচিব মাহবুবুর রহমান সুমনের কমিটির বিরুদ্ধে মোঃ শাহ জাহান আলীকে আহবায়ক ও এড. জাহিদ হোসেন রুবেলকে সদস্য সচিব করে পাল্টা কমিটি ঘোষনা করা হয়েছে।
এ ব্যাপারে এড. জাহিদ হোসেন রুবেল বলেন, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও সদস্য সচিব এড. আবদুল বারি ভুইয়া ক্ষমতার অপ-ব্যবহারের মাধ্যমে নিজেদের মনগড়া ভাবে ফতুল্লা থানার অন্তর্গত পাঁচটি ইউনিয়নে কমিটি দিয়েছে, যেখানে তৃনমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মুল্যায়ন করা হয়নি। শহিদুল ইসলাম টিটু ভাই বিগত দিনে ফতুল্লা যুবদলের সভাপতি ছিলেন, তিনি তার যুবদলের নেতাকর্মীদেরকে পদায়ন করছেন। যারা বিগত দিনে দলের জন্য ত্যাগ শিকার করেছে তাদেরকে সদস্য পদে রাখা হয়নি। আমরা তাদের মনগড়া কমিটি গঠনের তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করছি। আমরা তৃনমূল পর্যায় থেকে বিএনপির রাজনীতির সাথে জরিত, দলতো ছাড়তে পারবো না।
তাই অচিরেই জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের নিয়ে ফতুল্লা থানার অন্তর্গত পাঁচটি ইউনিয়নে বিএনপির পাল্টা আহবায়ক কমিটি গঠন করা হবে।
এ ব্যাপারে তৃনমুল পর্যায়ের বেশ কয়েকজন নেতা বলেন, বর্তমান দলের এই ক্রান্তিলগ্নে নিজেদের মধ্যে শুভ লক্ষন না, নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।