আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফতুল্লা মধ্য ধর্মগঞ্জ পাকাপুল জাগরণী ক্রীড়াচক্র ক্লাবের উদ্যোগে ৪র্থ বার্ষিক বইমেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
১লা ফেব্রুয়ারী শনিবার বাদ আসর ক্লাব প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাব সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী খান জুম্মার সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভুমি কমিশনার আসাদুজ্জামান নুর।
প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শাওন আজগর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. মাহামুদুর রহমান আলমগীর, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফন্নেছা, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ সাফায়েত নুর, ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ আমির হোসেন ভুইয়া, উপদেষ্টা আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ, হাজী মোঃ শামস উদ্দীন আহম্মেদ বাবুল, মোঃ শাহাবুদ্দিন বীর, মহিলা মেম্বার সখিনা মাইনউদ্দীন, সাহারা জাগরনী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, নলেজ স্টেয়ার স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুর রাজ্জাক, পরিচালনায় কবি আল মনির।