ফতুল্লার দেওভোগ মাদ্রাসা বাজার দুপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম (৪৯)নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার ( ৩০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা বাজার এলাকায় সুমন খন্দকারের বাড়ির ভাড়াটিয়ায় ঘরে এ ঘটনা ঘটে।
মোঃ রফিকুল ইসলাম (৪৯) ময়মনসিংহ জেলার
মুক্তাগাছা থানার বাইন্নাকাজী গ্রামের মো: আইম উদ্দিনের ছেলে, ফতুল্লার দেওভোগ মাদ্রাসা বাজার সুমন খন্দকারের বাড়ির ভাড়াটিয়া।
এ ঘটনায় ভিকটিম গৃহবধূ বাদী হয়ে শনিবার বিকালে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৬ নভেম্বর) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গৃহবধূ বসত কক্ষের দরজা আবজাইয়া (চাপাইয়া) নিজ শয়ন কক্ষের বিছানায় শোয়া অবস্থায় উল্লেখিত রফিকুল ইসলাম স্বামীর অনুপস্থিতিতে বসত কক্ষে (শয়ন কক্ষে) প্রবেশ করিয়া শোয়া অবস্থায় দেখিতে পাইয়া বিছানায় উঠিয়া জড়াইয়া ধরিয়া ধর্ষণের চেষ্টা করিতে থাকে। এসময় ধস্তাধস্তি করে সে সময় গৃহবধূর ডাক—চিৎকার করার চেষ্টাকালে রফিকুল ইসলাম মুখ চাপা দিয়া ধরে। একপর্যায়ে রফিক গৃহবধূকে ছাড়িয়া দিয়া দৌড়ে ঘর থেকে পালাইয়া যায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিষয় তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।