ফতুলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতন হলে পুলিশের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে য়াওযাতে ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে, প্রকাশ্যে বিক্রি করছে মাদক। মাদক ব্যবসায়ী মগা ফারুক ও শান্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বুক ফুলিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা করে যাচ্ছে তারা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জের শ্রমিকলীগ নেতা মগা ফারুকের ছত্রছায়ায় থেকে আলীগঞ্জ রেল লাইন কামারপট্টি এলাকায় রমরমা মাদক ব্যবসা করছে যাচ্ছে শীর্ষ মাদক ব্যবসায়ী শান্ত ওরফে সোর্স শান্ত। মাদক ব্যবসায়ী সোর্স শান্ত নিজেকে শ্রমিকলীগ নেতা পরিচয় দিয়ে থাকতেন। এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ অন্যাণ্য থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানায় স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ এর সাথে ছবি তুলে এলাকার বিভিন্ন জায়গায় ব্যানার ফ্যাসটুন টানিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের প্রভাব বিস্তার করে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শান্ত। তারা আরো জানায়, মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগের নেতাদের মিছিল-মিটিংয়ে গিয়ে তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে বিভিন্ন জায়গায় দলীয় পরিচয় দিয়ে থাকতেন। আওয়ামী লীগ সরকার পতন হলেও শ্রমিকলীগ নেতা ওমর ফারুকের নিয়ন্ত্রণে এখনো চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।
এদিকে ফতুল্লা মডেল থানার নবাগত ওসি শরিফুল ইসলাম মাদকের বিরুদ্ধে কঠোর হুসারী উচ্চারণ করে বলেছেন আমরা অতিশীঘ্রই ফতুল্লা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করব। কোন মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। নাম প্রকাশে একাধিক স্থানীয় ব্যক্তি জানান, একাধিক মাদক মামলার আসামি শান্ত তার লোকজন দিয়ে প্রকাশ্যে আলীগঞ্জ রেল লাইন সংলগ্ন কামারপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছে। শান্তর মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর সহ হুমকি দিয়ে থাকেন। তাই তাদের ভয়ে এলাকার কেউ তাদের বিপক্ষে মুখ খুলেনা। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেও আলীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী শান্তর ক্ষমতা রয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের হাত থেকে আলীগঞ্জ এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অভিযান হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতনমহল।