কুয়েত প্রতিনিধি:- স্বাভাবিক হচ্ছে কুয়েতে জন জীবন, দীর্ঘদিন পর বাংলাদেশের সাথে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে দেশটির সরকার, করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারনে অনেকে চাকুরি হারিয়েছেন, বিভিন্ন কোম্পানিতে হচ্ছে চাকুরির সুযোগ, প্রবাসীদের কল্যাণে বিভিন্ন তথ্য প্রবাসীদের কাছে পৌঁছাতে সংবাদ কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতে এর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ এর সঞ্চালনায় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা প্রবাসীদের কল্যাণে সংবাদকর্মীদের করণীয় নিয়ে বিভিন্ন আলোচনা করেন ।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি শরীফ মিজান,মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রানা, যুগ্ম সম্পাদক সাদেক রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেব্জু মিয়া,এছাড়াও প্রচার সম্পাদক আলাল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদার,ক্রীড়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া,সহ শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হাওলাদারের স্বদেশ প্রত্যাবর্তন ও করোনা হতে দেশে এবং প্রবাসে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা বিশেষ দোয়া মোনাজাত করা হয়।