নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের ঐতিহ্যবাহী পাগলা উচ্চবিদ্যালয় যাহা নির্দিষ্ট সময় পরপর নির্বাচনের মাধ্যমে গঠিত হয় স্কুল ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদ।
তাঁরই ধারাবাহিকতায় গত নির্বাচনে নির্বাচিত সদস্যরা হলো এক নাম্বার সদস্য সোহাগ,দুই নাম্বার সদস্য শাহিন, তিন নাম্বার সদস্য্য আনোয়ার হোসেন আনু ,চার নাম্বার সদস্য আতিকুল ইসলাম খোকন , মহিলা সদস্য নুর নাহার, কো আপ্ট সদস্য্ জসিম ভাই।
আওয়ামীলীগের আমলে গঠিত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আনু ব্যতীত তারা সকলেই আওয়ামী পন্থী, এককভাবে নির্বাচিত বিএনপি পন্থী আনোয়ার হোসেন আনু ভাই ভোটে নির্বাচিত হলেও আওয়ামী পন্থীদের চাপে ছিল কোনঠাসা।
নির্বাচনের কিছুদিন পরেই গঠিত ইসলামীয়া বাজার ( বৌ বাজার) নির্বাচন, স্কুলের স্বার্থে স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত বাজার কমিটিকে শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত হয়। উক্ত বাজার কমিটির নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানানোর সময় স্কুল কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিল আনোয়ার হোসেন আনু, আর ঐ সময় তোলা হয় ছবিটি, যে ছবিটি দিয়ে অনেকেই করছেন বিরূপ মন্তব্য। আসলেই ছবিটি কোন রাজনৈতিক মঞ্চে বা কোন রাজনৈতিক নেতাকে শুভেচ্ছা জানানোর ছবি নয় এটা ছিল স্কুল কমিটি এবং বাজার কমিটির শুভেচ্ছা বিনিময়।
এই বিষয়ে আনোয়ার হোসেন আনু বলেন যারা আমার এই ছবিটি নিয়ে বিরূপ মন্তব্য করছেন তাদের উদ্দেশ্য করে আমি বলব প্রতি হিংসা নয় নীতি এবং নৈতিকতা দিয়ে চিন্তা করবেন। খেয়াল রাখবেন অন্যের ক্ষতি করতে গিয়ে যাতে নিজের ক্ষতি না হয়।