সাদ্দাম হোসেন শুভ: মুসলিম মিল্লাতের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের ব্যবসায়ী ভাইদের ও এলাকাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হাজী মোঃ মাঈনউদ্দিন স্বপন।
শুক্রবার ‘উজ্জীবিত বাংলাদেশ’কে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় হাজী মোঃ মাঈনউদ্দিন স্বপন আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচনী সালাম জানিয়ে তিনি বলেন- আসন্ন পাগলা বাজার সমিতি নির্বাচনে সম্পাদক পদপ্রার্থী হিসেবে সকলের সমর্থন ও দোয়া চেয়ে তিনি বলেন বিশ্ব মুসলিম স্মপ্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর সমাগত।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির পর উৎসবের মহতা দ্বারপ্রান্তে। ঈদ ভ্রাতৃত্ব, ঐক্যতা, অহিংসা যেমন আনয়ন করে অনুরূপ দ্বন্দ বিরোধ, বিভেদ, সংকীর্নতা, সহিংসতা, অনৈক্য, প্রতিহিংসা, দুরীকরন করে থাকে। ঈদ আমাদের কেবল আনন্দ, উৎসব এবং উচছাসের ফুলঝুরিকে সম্মুখ পানে আনয়ন করে না। ঈদ ধনী, দরিদ্র উঁচু, নিচু, বর্ণ গোত্র বংশ সব শ্রেণীর এবং পেশার মানুষদেরকে এক মানসিকতা, অনুভূতিতে, আবেগে, বিশ্বাসে উচ্ছাসিত করে থাকে। কেবল নিজের জন্য প্রাপ্তি নয়, আনন্দ উচ্ছাস, উৎসব শুধুমাত্র একক ভাবে নয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল ব্যবসায়ী ভাইদের ও এলাকার সর্বস্তরের জনতার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক ।