নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা কুতুবপুরে দি মুসলিম ওয়্যার স্টিল কাটিং কারখানাটি সন্ত্রাসীদের চাঁদাবাজির হুমকির কারন বশত বন্ধ ঘোষনা করেছেন কারখানা কর্তৃপক্ষ ।
এ ব্যাপারে জেলা-নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে সি,আর-১৬৩/২০২৪ মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়েছে।
কারখানার মালিক মোঃ মাসুম আহমেদ এর অভিযোগ সুত্রে জানা গেছে, বাদী পাগলা এলাকায় দি মুসলিম ওয়্যার এন্ড কাটিং নামীয় এম এস তার কাটিং ব্যবসার মালিক ও সত্বাধিকারী।
পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে এম এস তার কাটিং এর ব্যবসা করে আসছেন। বিবাদীগন এলাকার চিহ্নিত ভুমি দস্যু,চাঁদাবাজ জবর দখলকারী ও মাদক ব্যবসায়ী হন বটে। বিবাদীগন বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের চাঁদা দাবি করে আসিতেছিল। বিবাদীগণ বিভিন্ন প্রকার জাল দলিল সৃজন করে বাদীর ও তার ভাই বোনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।
অতপর গত ১০/০৪/২০২৪ইং , সকাল অনুমান ৮,০০ ঘটিকায় বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে বাদীর মালিকানাধীন ও ভোগ দখলীয় ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ম্যানেজার জাকির হোসেন মঞ্জুর নিকট দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করা হলে মঞ্জুর উপর হামলা করে মারপিটে শরীরের বিভিন্ন অংশে মারাত্বক নীলা ফুলা জখম করে।
বিবাদীরা ব্যাপক ভাংচুর করে প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। বিবাদীরা চলে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে তাদের দাবিকৃত টাকা দেয়া না হলে বাদীর বড় ধরনের ক্ষতি করা হবে। এব ব্যাপারে কারখানার মালিক মোঃ মাসুম বাদী হয়ে দল নেতা ১। ইয়াসিন খান (৪৯),পিতা-মৃত ইফনুস খান,সাং-পাগলা বাজার জেলে পাড়া,পোঃ কুতুবপুর,থানা-ফতুল্লা,জেলা-নারায়ণগঞ্জ সহ মোট ৮ জনকে এজাহারভুক্ত আসামী করে গত ২১/০৪/২০২৪ইং তারিখে জেলা-নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন,যার নং-সি আর-১৬৩/২০২৪। মামলাটি বর্তমানে চলমান আছে।
এরপর ও বিবাদীরা চাঁদা দাবী সহ সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখায় বাদী কারখানা বন্ধ ঘোষনা করতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তপক্ষের দৃস্টি কামনা করা হয়েছে।