মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ( বীর উত্তম) এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে )বিকেলে পাগলা তালতলা ট্রাক টার্মিনাল এলাকায় ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো: বাবুল আহমেদ এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো: বাবুল আহম্মেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মো: শহীদুল্লাহ্, কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী মো: বিল্লাল হোসেন, সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিঠু,কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক মো: জালাল হাওলাদার, সহসভাপতি মো: আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।
ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এন জে এস নাঈম আহম্মেদ আকবরের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনার দ্বায়িত্ব পালন করেন মো: মামুন খান,মো: আলমগীর হোসেন মেম্বার, মো: মিজানুর রহমান বাবুল।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মহান রাব্বুল আলামীন যেনো নেক হায়াত ও দীর্ঘ আয়ু দান করেন সে কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দু:স্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার তোবারক বিতরণ করা হয়।