পবিত্র আশুরা কাল। রক্তাক্ত কারবালাসহ বিভিন্ন ঘটনার সাক্ষী দিনটি। রোজা রাখাসহ নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয় মুসলিম বিশ্বে। তবে বৈশ্বিক মহামারির কারণে এবার নেই বড় কোনো অনুষ্ঠান। নেই তাজিয়া মিছিলের আয়োজনও। রাজধানীর হোসাইনি দালানের ইমাম-বারা কর্তৃপক্ষ জানায়, সব কিছু দালানের ভিতরে করার প্রস্তুতি নিয়েছেন তারা। কিন্তু স্বাস্থ্যবিধি মানা কঠিন। আদম আলাইহিস সালামের সৃষ্টি, মহাপ্লাবনে নূহ আলাইহিস সালামের নৌযাত্রাসহ বিভিন্ন ঘটনা সংগঠিত হয়েছে ১০ই মহররমে। তবে সবকিছু ছাপিয়ে মুসলিম বিশ্বে অনেকটা প্রধান হয়ে উঠেছে কারবালার বিয়োগাত্মক ইতিহাস।
হায় হোসন ধ্বনি… ফোরাত নদীর শোক এখনও অমলিন। হোসাইনি দালানের তাজিয়া মিছিলে কালো কাপড়, হৃদয়ে শোকের মাতম হয়ে থাকে প্রতিবছরই। হিজরি ৬১ সনে ইসলাম রক্ষায় এজিদের কাছে ইমাম হোসেনের শহীদের জন্য শোক। যুদ্ধ আর কাফেলার সাজে সব বয়সী মানুষের খালি পায়ে শ্রদ্ধার মিছিল, এ বছর করোনার কারণে কিছুটা আবদ্ধ চারদেয়ালের মাঝে। হোসাইনি দালান কর্তৃপক্ষ জানায়, মানুষের জনসমাগমের কারণে বেগ পেতে হচ্ছে স্বাস্থ্য বিধি মানতে।
মূল আয়োজন থাকবে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। সিসিটিভি ক্যামেরা কিংবা সাদা পোশাকে আইনশৃংঙ্খলা বাহিনী থাকবে তৎপর। তবে মেলেনি প্রধান সড়কে তাজিয়া মিছিলের অনুমতি। রোববার সকাল দশটায় দালানের ভিতরে হবে মিছিল। এরপর নামাজ। রাতে জিকির মাতমের মধ্যে দিয়ে শেষ হবে আশুরার আনুষ্ঠানিকতা।