নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল :- শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সর্বত্র এই সংগঠনটি সামনে থেকেই নেতৃত্ব দিয়ে গেছে। গত ৩০ এ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং তারই সাথে সাথে নেত্রকোনা জেলা ছাত্রলীগের পদ প্রত্যাশিদের প্রতি জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। গত ৭ই জুলাই মোঃ জাহিন খান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সেলে জীবন বৃত্তান্ত জমা দেন।
জন্ম ও পরিচয়ঃ মোঃ জাহিন খান ১৭ই ডিসেম্বর ২০০২ ইং নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে জাহিন খান সবার বড়। তার পৈত্রিক বাড়ি মোহনগঞ্জ উপজেলার ২ নং বড়তলী বানিয়াহারী ইউনিয়নে বড় হাতনী গ্রামে। ছোট বেলা থেকেই মোহনগঞ্জে বেড়ে ওঠেন জাহিন। মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস এস সি পাশ করেন। পরবর্তীতে নটরডেম কলেজ ময়মনসিংহ থেকে মানবিক বিভাগে খুব ভালো ফলাফল অর্জন করে এইচ এস সি পাশ করেন। বর্তমানে তিনি সরকারি তিতুমীর কলেজ ঢাকায় অনার্স ২য় বর্ষে দর্শন বিভাগে অধ্যয়নরত আছেন। স্কুল জীবন থেকেই জাহিন খান ছাত্ররাজনীতির প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মোহনগঞ্জ উপজেলার শাখার সাথে সম্পৃক্ত। তিনি ছাত্র রাজনীতি করতে গিয়ে নানা ক্লেশ ও বৈষম্যের শিকার হয়েছেন।
মোঃ জাহিন খান বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা জেলা শাখার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ১৯৮৯ সালে নিজ হাতে গড়া সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মোহনগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
যখন তিনি নটরডেম কলেজ ময়মনসিংহে অধ্যয়নরত ছিলেন তখন বাংলাদেশ স্কাউট নটরডেম কলেজ ময়মনসিংহের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি স্কুল এবং কলেজে সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে ও বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেন।
তিনি সব সময় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থাকেন। করোনাকালীন মহামারীতে দুঃসময়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নিজস্ব উদ্দেগ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন । করোনাকালীন সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহন করেন। করোনাকালীন ঈদের সময়ে দুঃস্থ, অসহায় শিশুদের মাঝে কাপড়, মাক্স ও হেন্ড সেনিটাইজার বিতরণ করেন। ২০২২ এর বন্যায় বানভাসি মানুষদের ত্রাণ দিয়ে সহায়তা করেন৷ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন।
পারিবারিক রাজনৈতিক অবস্থানঃ জাহিন খান এবং তার পরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে আসছে। তার দাদা মোঃ সুরুজ আলী খান বাংলাদেশ আওয়ামী লীগ, মোহনগঞ্জ উপজেলা শাখার একনিষ্ঠ ত্যাগী কর্মী ছিলেন এবং বাংলাদেশ দলিল লেখক সমিতি মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। তার ছোট ভাই মোঃ শাহীন খান বাংলাদেশ ছাত্রলীগ মোহনগঞ্জ উপজেলা শাখার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে যাচ্ছে। মোঃ জাহিন খান বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাকি জীবন যেন সততার সাথে কাটাতে পারে সেই লক্ষ্যে সবার কাছে দোয়া চেয়েছেন।