নেত্রকোনা জেলা প্রতিনিধি, মো: বাবুল: নেত্রকোনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ নং কেগাতী ইউনিয়নের চেয়ারম্যান অসুস্ত থাকায়,ইউপি সদস্য মোঃ রহিছ উদ্দিন এর নেতৃত্বে, গরিব ও অসহায়াদের মাঝে, ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
সোমবার (৮এপ্রিল ) দামড়ী খলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানবিক কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় ১১ নং কে গাতী ইউনিয়নের ৮৯৩ বস্তা হতদরিদ্রদের মাঝি ১০ কেজি ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
এ সময় ইউপি সদস্য মোঃ রহিছ উদ্দিনের উপস্থিতিতে ট্যাগ অফিসার,গাজী মোবারক,১১নং কে গাতী ইউনিয়নের ভূমি সহকারী উৎপল কুমার ও নেত্রকোনা মডেল থানা এস আই নাজিবুল উপস্থিত ছিলেন।
এদিকে অত্র ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রহিছ উদ্দিন বলেন, চেয়ারম্যান অসুস্থ থাকায় আসতে পারে নাই, সকলেই ধৈর্য সহকারে নিবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না,।
উপলক্ষে সরকার প্রান্তিক পর্যায়ে দোস্ত মানুষের খাদ্য চালু করেছে,আমরা স্বচ্ছ ভাবে যে চাল পাওয়ার উপযোগী থাকেই দিচ্ছি। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে সরকারের এই পদক্ষেপ কে সাধুবাদ জানাচ্ছি। হত দরিদ্রদের মাঝে দশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ ও আমার ইউনিয়নের সুষ্ঠ সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। কেউ কোথাও অনিয়ম করলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।