নেত্রকোণা প্রতিনিধি, মো: বাবুল:- নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে জমিজমা জের ধরে পরিকল্পিত হামলায় আহত হয়েছে তিনজন।
এ ঘটনায় আহত মোঃ আবুল হোসেন বাদী হয়ে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ্য করেন চাচাতো ভাই রতন মিয়া
সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে শনিবার (১৭ আগস্ট) নিজ বাড়ি আঙ্গিনায় এসে বসতঘরে প্রবেশ করিয়া পরিকল্পিত ভাবে অগ্নি সংযুক্ত ও লুটপাট করে চাচাতো ভাই রতন মিয়া গংরা। পরের দিন রবিবার সকালে পুনরায় রড বাশ, চেলা নিয়ে এসে আক্রমণ করেন হাড়ভাংগা ও রক্তাত্ত জখম করে । তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগে আসিলে বাবুল হোসেন ও ছোট ভাইসহ স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায় তারা এখনো হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত আবুল হোসেন জানান,আমাদের সাথে পারিবারিক ভাবে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল, এই জের ধরে রবিবার আনুমানিক ১০টায় দিকে আমার মা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করে নীলা ফোলা জখম করে রতন সহ তার ভাইয়েরা।ওইদিনেই সকালে তাদের ডাক চিৎকার শুনে বাড়ি দিকে আসলে পরিকল্পিতভাবে আমি সহ আমার পরিবার ও ভাইকে খুন করার উদ্দেশ্যে এলোপাতারি রড,বাঁশ, চেলা দিয়ে আঘাত শুরু করে,মারাত্মকভাবে হাড়ভাংগা জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোক আসতে দেখে রতন মিয়া সহ বিবাদীরা সকলে দৌড়ে পালিয়ে যায়।
এদিকে কলমাকান্দা থানার পুলিশ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।।