শফিকুল ইসলাম শফিকঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৬ মার্চ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নূরবাগ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকায় ১৫০ জন শিশু কিশোরদের হাতে পাঞ্জাবি-পাজামা, ফ্রক, থ্রি-পিসসহ ঈদের নতুন পোশাক তুলে দেয় নূরবাগ যুব ফোরাম।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য ৪.৫ ও ৬ নং ওয়ার্ড) অনামিকা হক প্রিয়াংকার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু,বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজি মো. শহিদুল্লা, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ, নূরবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম বাবু, নূর-হোসেন প্রমুখ।
নূরবাগ যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক মাকসুদুল ইসলাম লিখনের সঞ্চালনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহান। মাদক, সন্ত্রাসসহ সমাজে চলমান যেকোন অপরাধ মুলক কর্মকাণ্ড থেকে ছাত্র ও যুব সমাজকে সুরক্ষিত রাখতে সমাজের ভালো কাজগুলিতে সকলের সম্মিলিতভাবে এগিয়ে আসার বিকল্প নেই। সেই লক্ষে ২০১৯ সাল থেকে নিয়মিত খেলাধূলা, সংস্কৃতি চর্চা, পাঠচক্রসহ বিভিন্ন বিজ্ঞানমুখী প্রগতিশীল কাজ করে যাচ্ছে নূরবাগ যুব ফোরাম,আগামীতেও এমন সব ভালো কাজের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার অঙ্গিকার করে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ ও অভিভাবক মণ্ডলীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শামীম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মিরাজ, ইব্রাহীম, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম ও ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।