দীর্ঘ পথযাত্রায় জাতীয় সংসদের ৫০ বছর পূর্ণ হচ্ছে আগামী ৭ এপ্রিল। ১৯৭৩ সালের ৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল সংসদের প্রথম বৈঠক। সুবর্ণ জয়ন্তী উদযাপনে ডাকা হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। প্রকাশ করা হচ্ছে স্মারক ডাকটিকিট। তবে সুবর্ণ জয়ন্তীতে সংসদ কতটা কার্যকর, এ নিয়ে কাটাছেঁড়াও হচ্ছে। আলোচনা হচ্ছে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ ও নির্বাচনী ব্যবস্থা নিয়েও।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বললেন, সামরিক শাসনে বাধাগ্রস্ত হয়েছে সংসদ। তবে গত তিন সংসদের ধারাবাহিকতায় রাজনৈতিক স্থিতিশীলতা আছে দেশে। এদিকে, সংসদের ৫০ বছরের পথপরিক্রমা পুরোটা সুখকর নয়। জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনে স্থগিত হয়েছিল সংসদ। অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাজেট পেশ করা হয়েছিল সংসদের বাইরে বিটিভিতে। সেই অবস্থা থেকে বের হয়ে গত তিন মেয়াদে ধারাবাহিকতা রয়েছে সংসদের।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এক সংসদ থেকে আরেক সংসদে যে ট্রানজিশন, সেটা সম্ভব হয়েছে বলে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশের পথে পা বাড়িয়েছে। লাগাতার কোনো বয়কট বা বর্জনের বিষয় এ সময় লক্ষ্য করিনি। রাজনৈতিক যে অস্থিরতা, হরতাল করা বা গাড়ি ভাঙা এ ধরনের বিশৃঙ্খলা অনুভূত হয়নি। তবে সূর্বণ জয়ন্তী উদযাপনের ক্ষণে জনগণের কথা কতটা উঠে আসছে সংসদে? সংসদ সদস্যরা কী রাখতে পারছেন কার্যকর ভূমিকা? এক্ষেত্রে প্রশ্ন আছে বিএনপির মতো শীর্ষ রাজনৈতিক দলের সদস্যদের পদত্যাগ নিয়েও।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তারা যে কারণে পদত্যাগ করেছেন, তা তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। আর তা তাদের দলের সিদ্ধান্ত। এখানে সংসদ থেকে তাদের কথা বলতে দেয়া হয়নি বা কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়েছে— এমন অভিযোগ আমার জানা নেই। যে ইস্যুগুলো বার্নিং, যেগুলো আলোচিত হয়, সংসদে সেগুলো আলোচনা হয়। বিশেষ করে বিরোধী দলকে আমরা যতটুকু পারি সহযোগিতা করি। মন্ত্রণালয়ের ওয়াচডগ হিসেবে কাজ করে সংসদীয় স্থায়ী কমিটি। কিন্তু কমিটির সুপারিশ কতটা বাস্তবায়ন হয় এ নিয়েও প্রশ্ন আছে। হতাশা আছে, ৫০ বছরে সংসদে পাশকৃত ১১৭১ আইনের সঠিক প্রয়োগ নিয়েও। এর মধ্যে ৫৬১টি আইন পাশ হয়েছে গত তিন সংসদে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় স্থায়ী কমিটি যে সুপারিশ করছে, মন্ত্রণালয় সেগুলোকে গুরুত্বের সাথে নিবে। এটাই কিন্তু নিয়ম। তাই সুপারিশ যে উপেক্ষিত হচ্ছে বিষয়টি সেরকম নয়। কোনো কোনো আইন নিয়ে যদি ব্যাখাগুলো ভালো এটার প্রয়োগের জটিলতাগুলো কমে যাবে। স্পিকার আশা করেন, সরকারি ও বিরোধী দলের সহযোগিতায় সফলভাবে শেষ হবে একাদশ সংসদের আগামী ৯ মাসের কার্যক্রম।