তারিখ : ফেব্রুয়ারি, ২৬, ২০১৯, | নিউজটি পড়া হয়েছে : ৯২৫ বার

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন
স্টাফ রিপোর্টার : সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় নবাব সিরাজ-উদ-দৌলা স্বর্ণপদক-২০১৮ইং লাভ করেছেন সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন শুভ।
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে” ত্রাণবন্ধু পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বর্ণপদক (ক্রেস্ট) লাভ করেন তিনি। সাংবাদিক সাদ্দাম হোসেন শুভ দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার এবং কুয়াকাটা নিউজ ডটকমের ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এছাড়াও ত্রাণবন্ধু পরিষদ’ এর পক্ষ থেকে শিল্প-সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও সমাজসেবামূলক জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন কয়েকজন গুণীব্যক্তিকে নাবাব সিরাজ-উদ-দৌলা সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (২৫’শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২২/১, তোপখানা রোড, ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন শুভ’সহ অন্যান্যদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন বিচারপতি সিকদার মকবুল হক। বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রনালয় অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় অতিরিক্ত সচিব মোঃ মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের (স্পেশাল ব্যাঞ্চ) এডিশনাল এসপি এস এ খালেক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সে সময়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।