ইংরেজি নতুন বছরের প্রথম দিনে জম্মু-কাশ্মীরে তল্লাশি অভিযানে স্বাধীনতাকামীদের গুলিতে দুই ভারতীয় সেনার মৃত্যু হয়।জম্মুভিত্তিক ভারতীয় সেনাবাহিনীর গণসংযোগ কর্মকর্তা লে. কর্নেল দেবেন্দর আনন্দ এক বিবৃতিতে একথা জানিয়েছেন।বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি জানায়, খারি থ্রায়াত বনাঞ্চল ব্যবহার করে পাকিস্তান থেকে কিছু ‘সন্ত্রাসী’ অনুপ্রবেশ করছে এমনটা টের পায় সেনারা।
এ সময় ‘ঘেরাও-তল্লাশি’ অভিযান শুরু করলে জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরে এ হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, ‘নওশেরা সেক্টরে ঘেরাও-তল্লাশি অভিযানে দুই সেনা শহীদ হয়েছেন। অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’জানা গেছে, তল্লাশি অভিযান শুরু হওয়ার পর পরই অনুপ্রবেশকারীরা সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। ওই এলাকায় এখন বড় ধরনের অভিযান চলছে।
আগস্টের শুরুতে কাশ্মীরের রাজ্য ও বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারতের বিজেপি সরকার। কারফিউ জারির পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট বন্ধ থাকায় কাশ্মীরের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। কাশ্মীরে সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ ২০০ জনের মতো স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত আটকের সংখ্যা অন্তত সাড়ে পাঁচ হাজার। অনেককে রাজ্যের বাইরের কারাগারে রাখা হয়েছে।