ছাদের উপর সারিবদ্ধ আঙুর গাছে থোকায় থোকায় ঝুলছে নানা রঙের ,নানা জাতের ছোট বড় অসংখ্য আঙুর। উপরের লেখাটি পড়ে হয়ত ভাবছেন এটি কোন বিদেশী বাগানের র্বণনা ,কিন্তু না উপরের লেখাটি লিখছি নিজ চোখে দেখা বাংলাদেশের সফল আঙুর বাগানী নারায়ণগঞ্জের সজীব চৌধুরীর বাগানের দৃশ্যের বর্ণনা।
ছবি-মাহবুবুর রহমান খোকা
বাংলাদেশের প্রেক্ষাপটে যা এক অকল্পনীয় ও অভূতপূর্ব দৃশ্য। এই অকল্পনীয় ও অচিন্তনীয় কাজটি কঠোর পরিশ্রম ও গবেষনায় বিদেশী দুষ্প্রাপ্য জাতের আঙুরের সফল ফলন ফলিয়েছেন সজীব চৌধূরী।
সজীব চৌধূরী এ প্রতিবেদক কে জানান আমার ছোটকাল থেকেই সবুজের প্রতি আকর্ষণ ছিল তাই আমি বাড়ীর আশেপাশে নানা ধরনের ফল ও ফুলের চাষ করতাম একপর্যায়ে চাকুরীর জন্য বিদেশ(কুয়েত) চলে যাই , সেখানকার বাগান গুলোতে আমি আঙুরের চাষাবাদ দেখে আঙুর চাষের প্রতি আকর্ষন অনুভব করি এক পর্যায়ে দেশে চলে আসি এবং নিজস্ব উদ্যোগে বিশ্বের বিভন্ন প্রান্ত থেকে আঙুর চারা সংগ্রহ শুরু করি।
ছবি- মাহবুবুর রহমান খোকা
আঙুর চারা ,মাটি ও আবহাওয়া আমাদের দেশের অনুকুল না হওয়ায় একসময় প্রচুর চারা মারা যায় এতে আমার লক্ষ লক্ষ টাকা লস হয় তবুও হাল না ছেড়ে লেগে থাকি মাটি প্রস্তুতি ও সহনশীল জাতের খোজে, দীর্ঘ সাত বছর কঠোর পরিশ্রম ও সাধনার পর আল্লাহর রহমতে সফলতা অর্জন করি এবং ফলাফল তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন।
ছবি- মাহবুবুর রহমান খোকা
আমাদের দেশে বানিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষ সম্ভব কিনা, এ প্রশ্নের জবাবে সজীব চৌধূরী বলেন .. এ দেশে আগে মানুষ শখের বসে যেসব আঙুর গাছ লাগাত তা সবই ছিল টক এবং ফলন ছিল অপ্রতুল বানিজ্যিক চাষের জন্য যে বিষয়গুলো বিবেচ্যে ০১) চারার সহজলভ্যতা ০২) আমাদের উষ্ণ আবহাওয়া উপযোগী সঠিকজাতের চারা ০৩) রোগ প্রতিরোধের ক্ষমতা ৪) রঙ,সাইজ,স্বাদ ও মিষ্টতা এ বিষয় বিচেনায় নিলে এখনো বাণিজ্যিকভাবে আঙুর চাষের অনুকুল পরিবেশ সৃষ্টি হয়নি তবে আমার মত অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে নিজস্ব উদ্যোগে আঙুর ফলানোর চেষ্টা করে যাচ্ছেন ইনশাল্লাহ হয়ত অচিরেই বাংলাদেশের আবহাওয়া উপযোগী জাত উদ্ভাবিত হবে।
ছবি-মাহবুবুর রহমান খোকা
আপনার বাগানে বিদেশী কিকি জাতের আঙুরে ফলন এসেছে এর উত্তরে তিনি বলেন আমার সংগ্রহে শতাধিক জাত থাকলেও আপাতত প্রায় বিশটির মত জাতে সফল হয়েছি যেমন:ভাইকিং২,ট্রান্সফিগারেশন,ভ্যালেজ,ভ্যালিকা,ফ্রন্টিনাঙ্কগ্রে,সুলতানা,একাডেমিক,কিশমিশ,লুসিয়া,মুনড্রপ,মাইহার্ট,হ্যালোইন,ডন ব্রাইট,স্লাভা মলডুভি,এলভ্রুস ইত্যাদি।
ছবি- মাহবুবুর রহমান খোকা
তিনি আরো বলেন আঙুর চাষকে সারাদেশে ব্যপকভাবে ছড়িয়ে দেয়ার জন্য আমার প্রতিষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সাজ গার্ডেন” ব্যাপক পরিসরে উপহার ও প্রতিযোগীতার মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং যারা নিরবিচ্ছিন্নভাবে নিরবে কাজ করে যাচ্ছেন সেই এডমিন ও মডারেটর বৃন্দ যাদের নাম না উল্যেখ করলেই নয় এডমিন ফটো সাংবাদিক মাহবুবুর রহমান খোকা,সোহেল লুৎফর রহমান , রাজিব বড়ূয়া ,সুস্মিতা জাহান সুপ্তি, আরেফিন আজাদ, মৌসুমি জাহান নুপুর, কাজী সাজু,এইচএম রাসেল শরীফ,পারুল হোসেন মডারেটর-সিদ্দিকা তাবাসসুম,আহমেদ শান্ত,নিশাদ আফরান,মোঃরাব্বি,সিমলা আক্তার।