কাগজে কলমে মডেল থানায় রূপান্তর হলেও রক্ষণাবেক্ষণে নেই কারো তদারকি। ফতুল্লা মডেল থানায় দর্শনার্থীদের ব্যবহার করার জন্য ২ টি টয়লেট থাকলেও দীর্ঘ দিন যাবত টয়লেট দুইটির দরজা ও সিটকিনি ভেংঙ্গে গেলেও সংস্কারে কারো কোন মাথা ব্যাথা নেই। ফলে ইট দিয়ে চাপা দিয়ে সারতে হচ্ছে প্রকৃতির কাজ। সেই সাথে একজনকে বাইরে রেখে টয়লেটের ভিতরে যেতে হচ্ছে প্রসাব-পায়খানা করতে।
সরেজমিন গিয়ে জানা যায়,ফতুল্লা মডেল থানার নীচতলায় থানায় আগত দর্শনার্থীদের জন্য দুইটি টয়লেট থাকলেও একটির দরজা ভেঙ্গে গেছে। আরেকটি টয়লেটের ভিতরের সিটকিনি নষ্ট হলে ইট ব্যবহার করে ইজ্জত রক্ষা করছে প্রকৃতির কাজ সম্পর্ন করতে আসা লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক দর্শনার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন,পুলিশ নিজেদের ধান্ধা ঠিকই করলেও মাত্র এক থেকে দেড় হাজার টাকা খরচ করে টয়লেট ২ টি সংস্কার করতে এতো কৃপনতা কেন মাথায় আসেনা।
সবচেয়ে বেশী কষ্ট পোহাতে হয় থানায় আগত মহিলাদের কে। একজনকে বাইরে দাঁড় করিয়ে রেখে টয়লেটের ভিতরে যেতে হয়।
দীর্ঘদিন যাবত ফতুল্লা মডেল থানা পুলিশের ইজ্জত রক্ষায় জবানহীন ইট কাজ করে আসলেও থানায় অবস্থানরত শতাধিকের বেশী পুলিশ থাকলেও কেউ দায়িত্ব নেননি টয়লেটটি সংস্কারের। ফলে ফতুল্লা মডেল থানা পুলিশের দায়িত্ব নিয়ে নানান প্রশ্ন জন্ম দিয়েছে। যদিও থানার এক উর্ধতন কর্মকর্তা বলেছেন বিষয়টি গনপূর্ত অধিদপ্তরে জানানো হয়েছে। অতিদ্রæত সমাধান করা হবে। এ বিষয়ে থানায় আগতের বক্তব্য থানার টয়লেটের দুটি প্লাষ্টিকের ডোরের মুল্যইবা কত যে এটা সংস্কারের জন্য উচ্চ পর্যায়ে আবেদন করতে। বিষয়টি সত্যিই আশ্চর্যের!
উল্লেখ্য, এর আগে নষ্ট কলম ফতুল্লা মডেল থানার ইজ্জত রক্ষায় কাজ করেছিল। এ নিয়ে উজ্জীবিত বাংলাদেশে নিউজ প্রকাশ করা হলে তৎকালীন ওসি তাৎক্ষণিকভাবে সংস্কার করেছিল।