সিদ্ধিরগঞ্জ থানাধীন আরামবাগ এলাকার হাবিবুর রহমান হবুর ছেলে আমির হোসেন ওরফে কাজী আমি। স্থানীয় এনসিসি কাউন্সিলর ইফতেখার আলম খোকনের আস্থাভাজন একজন। এখন সেই আমির নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র তনয় একেএম আজমেরী ওসমানের একান্ত আস্থাভাজন হিসেবে রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুর্বে বিএনপি-জামাত জোটের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মাসব্যাপী যে হোন্ডাবহরের র্যালী করে শহর ও শহরতলীতে দাপড়িয়ে বেড়াতো সেই বহরে আজমেরী ওসমানের গাড়িতে তার পাশেই বসে সার্বক্ষনিক আবস্থা করতো এ কাজি আমির। শহর ও শহরতলীতে এ কাজি আমির বর্তমানে সর্বমহলে আজমেরী ওসমানের একান্ত হিসেবে সুপরিচিত। কিন্তু যেই আমির আজমেরী ওসমানের পাশে বসে থাকে সর্বক্ষন সেই আমিরকে যদি কেউ নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমানের একমাত্র তনয় অয়ন ওসমানের পিছনে দাড়িয়ে থাকতে দেখে তখন দেখতে কেমন লাগে?
কাজি আমিরের এমনকান্ড সর্ম্পকে স্থানীয়রা জানান,স্বার্থের কারনে আমির সবই করতে পারে। ওর শুধু প্রয়োজন শুধু টাকা আর টাকা। নারায়ণগঞ্জের শহর ও শহরতলীতে আজমেরী ওসমান ও অয়ন ওসমানের ব্যাপক জনপ্রিয়তার কারনে বিভিন্ন বয়সী মানুষই তাদের আশপাশে ভীড় জমায়। আর এ দুই জনপ্রিয় মানুষের পাশে থেকে অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করে টাকা উপার্জন করছে। কাজি আমির তাদের মধ্যে অন্যতম একজন। আজমেরী ওসমানের সাথে যুক্ত হয়ে প্রচুর সম্পদের মালিক বনে গেছেন এ আমির। সেই আজমেরী ওসমানের সাথে দুবাইসহ কয়েকটি দেশও ভ্রমন করেছেন কাজি আমির। যার পাশে থেকে ( আজমেরী ওসমান ) দিনের পর দিন সঙ্গ দিয়ে আসছে কিন্তু তার ছোটভাই ( শামীম ওসমানের ছেলে ) অয়ন ওসমানের পিছনে দাড়িয়ে থাকাটা কতটুকু ন্যায় সঙ্গত তা নিয়ে প্রশ্ন জেগেছে সিদ্ধিরগঞ্জবাসীর। তবে অনেকে বলছেন যে,নীতিহীন মানুষের মতই কাজটি করেছে কাজি আমির। সেখানে বড়ভাইয়ের সাথে সুসর্ম্পকের কারনে একই গাড়িতে পাশাপাশি অবস্থান করে সেখানে ছোটভাইয়ের পিছনে থাকতে হয় সেটা কিভাবে। নাকি আজমেরী ওসমানের সাথে সর্ম্পকের ইতি ঘটিয়ে অয়ন ওসমানের শিবিরে যোগদান করছে কাজি আমির এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে। অয়ন ওসমানের পিছনে দাড়িয়ে কাজি আমির এমন একটি ছবি অয়ন ওসমানের এক শুভাকাংখী তার ফেসবুক আইডিতে আপলোড দেয়াতে তা প্রকাশ্যে আসে। আবার অনেকেই বলছেন রাতে আজমেরী ওসমান আর দিনে অয়ন ওসমান। কাজি আমিরের এমন কান্ডে উৎসুক স্থানীয়দের বলছেন আমির তুমি কার আজমেরী ওসমান নাকি অয়ন ওসমানের।