ষ্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সার্বজনীন শ্রী শ্রী দূর্গোৎসব ২০২৪ ইং নারায়ণগঞ্জের সর্বস্তরের সনাতন সম্প্রদায়কে শ্রী শ্রী তুলসী সংঘের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি টনি সনাতন।
এছাড়াও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির পক্ষ থেকেও নারায়ণগঞ্জের সকল সনাতন সম্প্রদায়ের মানুষকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এক শুভেচ্ছা বার্তায় শ্রী শ্রী তুলসী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি টনি সনাতন বলেন, ৮ অক্টোবর থেকে পঞ্চমীর মাধ্যমে শুরু হওয়া শারদীয় দূর্গোৎসবটি আগামী ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমী অথ্যাৎ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ পুজা। আবহমানকাল থেকেই এ দেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা আমাদের সম্প্রীতির ভিত্তি। সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, সৌহার্দ্যের বন্ধন ও আস্থার সম্পর্ক অটুট রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজার পুরো সময় জুড়ে দেশের প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা প্রতিরোধে আমরা সরকারের সকল গুরুত্বপূর্ণ বিভাগের সার্বিক সহযোগিতা পাচ্ছি। আমরা প্রত্যাশা করি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত ও সুরক্ষিত থাকবে।
টনি সনাতন আরও বলেন,আমাদের ধর্মের সকল মা-বোনসহ সবাই যেন শান্তিপুর্নভাবে এ শারদীয় দূর্গোৎসব সম্পন্ন করতে পারেন সেই কামনা করছি।