ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্রে বসবাসকারী জসীম উদ্দীনের লেখা ‘ডানকিন ডানা’র মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ২১শে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির মোড়ক উন্মোচন করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বইটি পাওয়া যাবে একুশে বইমেলায় ৮নং প্যাভিলয়নে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।