নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শেখ হাসিনাকে বলে দিতে চাই আমাদের কে জেলে অনেক বার নিয়েছেন, আর কত বার নিবেন, অনেক মামলা দিয়েছেন, প্রত্যাকের নামে ৩০টা ৪০টা মামলা দিয়েছেন কিন্তুু, আমাদের একজন নেতাকর্মীকেও ভয় দেখাতে পারেন নাই।
সোমবার (১০জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়াস্থ হারুন মাস্টারের বড়ীতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ঈদ উদযাপন কমিটির আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এসম তিনি আরো বলেন কাজেই শেখ হাসিনা আপনাকে বলে দিতে চাই, আপনার সাথে জনগনের ম্যান্ডেড নাই, জনগন আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই। আপনার পায়ের তলায় কিন্তুু মাটি নাই। প্রসাশনকে ব্যাবহার করে, আর কত দিন আপনে আমাদের ঘাড়ে বসে রক্তচুষে খাবেন, জনগনের ট্যাক্সের পয়সা আপনে উন্নয়নের নাম করে আপনার পকেটে ডুকিয়ে, আপনার দোসরদের পটেকে ডুকিয়ে বিদেশে বেগম পাড়া বানাবেন।
কানাডায় বেগম পাড়া বানিয়েছেন, লল্ডনে বানিয়েছে, আমেরিকায় বানিয়েছেন, সমস্ত তথ্য আজকে আমাদের হাতে রয়েছে। আপনে ক্ষমতা থেকে অতিদ্রুত চলেযান। বাংলাদেশের জনগন আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় নাই। কাজেই বালয় বালয় আপনাকে বলি আপনে ক্ষমতা থেকে চলে যান, না হয় আমরা যে ভাবে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্যমে এরশাদের পতন ঘটিয়েছি, ৯৬ সালে আপনে রাষ্ট্র ক্ষমতায় এশে যে অবৈধ শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, আপনার বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তুু আপনাকে হটাতে সক্ষম হয়েছি, আমরা কিন্তুু আপনাকে বলে দিতি চাই বার বার এই অবৈধ নির্বাচন করে পার পেয়ে যাবেন, এটি বাবার কোন কারন নাই। এবার কিন্তুু জনগন রুখে দাড়িয়েছে, জনগন কিন্তুু আপনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। কাজেই এভার আপনে ভলো চাইলে, আপনার দলকে যদি বাচাতে চাইলে, আপনার দলের নেতাকর্মীদের যদি মঙ্গলচান তা হলে আপনে পদত্যাগ করুন।
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহŸায়ক কমিটির সাবেক সদস্য সচিব শাহ-আলম হিরা, সাবেক যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, উকিল উদ্দিন ভূইয়া. গাজী মনির হোসেন, টি,এইচ, তুফা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, জাহাঙ্গীর হোসেন, লিয়াকত হোসেন লেকু, যুবদল নেতা শহিদুল ইসলাম, জুয়েল রানা, ইকবাল হোসেন, ৯নং ওর্য়াড বিএনপির নেতা হারুন মাস্টার, ৯নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, দেলোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, নজরুল ইসলাম মিন্না, নুর হোসেন, শাহাবুদ্দিন সাহা, মোহাম্মদ সোহেল , শুক্কুর দেওয়ান, ইমতিয়াজ, মেদেহী হাসান, রফিকুল ইসলাম রতন, মাইনুদ্দিন, মহারাজ, তামির, ও যুবরাজ প্রমূখ।