রহস্যময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের উহান শহরে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পর্যন্ত ১৭ জন মারা গেছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫৪০’র বেশি। এদিকে চীনের এ ভাইরাস নিয়ে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মানুষ থেকে মানুষে সংক্রমিত এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি।
নেতৃস্থানীয় বিজ্ঞানীরা বলছেন, উহানের এই ভাইরাসে অনুমানের তুলনায় দ্বিগুণ আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) চীন জানায়, পরীক্ষা-নিরিক্ষা করে ৪৮৩ জন ভাইরাসটিতে আক্রান্ত বলে নিশ্চিত হন তারা। তবে চীন এও জানিয়েছে, আরও ২ হাজার ১৯৭ রোগী আছেন যারা আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।