উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী):- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর এখন সরব হয়ে উঠেছে। কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। গত ৩ দিন ধরে ইলিশের আমদানি বাড়ার সাথে সাথে ঝিমিয়ে পড়া মৎস্য অবতরণ কেন্দ্রকে ঘিরে কর্মব্যস্ততা বেড়ে গেছে। মাছ বহনসহ বরফ কল থেকে শুরু করে প্যাকিংয়ের জন্য শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে।
স্থানীয় বাজার গুলে ঘুরে দেখা গেছে, মাছ আর মানুষের ভীড়ে মৎস্য বন্দর মহিপুর আলীপুর পা রাখাটাই দ্বায়। পাইকারী ব্যবসায়ীদের পাশাপাশি খুচরা ক্রেতাদের ভীড় ছিলো চোখে পরার মতো। ছোট বড় ট্রলার-নৌকা স্থানীয় নদী থেকে মাছ আনা হচ্ছে মোকামে। তবে অনেক ইলিশের পেটে এখনও ডিম রয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা।
সংশ্লিস্ট আড়ৎ সূত্রে জানা গেছে, পাইকারী বাজারে প্রতি মন এলসি সাইজ ইলিশ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকায়, এলসির নীচের সাইজের ইলিশ (ভ্যালকা) বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকায় এবং এর নীচের সাইজ গোটলা বিক্রি হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকায় দরে প্রতি মন বিক্রি হয়েছে।
শ্রমিক মফিজ হাওলাদর জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মাছের চাঁপ বেড়েছে। তা সকলের মুখে হাসি এনে দিয়েছে। ঝিমিয়ে থাকা আড়ৎ গুলো ফের কর্মচাঞ্চল্যতা বেড়েছে। এরকম চাপ আরও কয়েক দিন থাকবে বলে তিনি জানান ।
আড়তদার পিন্টু ভদ্র জানান, মাছের আমদানি বেশি থাকায় দামও কিছুটা কম। তবে ঝাটকা নিধন বন্ধের কর্মসূচী শুরু হওয়ার পর ইলিশের চাঁপ কমে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী, কোষ্টগার্ড, পুলিশ ,নৌ-পুলিশ, জেলে ও আড়ৎদারসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারের অবরোধ সফল হয়েছে। মা ইলিশ ডিম দেওয়ার কারনে মাছ এখন চিকন হয়ে গেছে। শতকরা ৯০ ভাগ মা ইলিশ ডিম ছেড়ে দিয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।