উজ্জীবিত বাংলাদেশ:- ফতুল্লার কুতুবপুরে যুবলীগের খালেক কবরীর জার্সি বদল করে এখন ভিড়েছে শামীম ওসমানের দলে। নিজের আখের গোচ্ছাতে দলীয় পদবী ব্যবহার করে নানা অপকর্ম সংঘটিত করেছে খালেক তার ভাই মালেক এবং তাদের বাহিনী। এই সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পেতে স্হানীয় জনগন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও লিখিত অভিযোগ করেছিল। স্থানীয়দের অভিযোগ চাদাঁবাজী, মাদক ব্যবসায় শেল্টার, ভূমিদস্যুতাসহ সকল ধরনের অপরাধ সংঘটিত করছে প্রায় ডজন খানেক মামলার আসামী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আঃ খালেক, তার ভাই মালেক এবং তাদের বাহিনী।
এলাকাবাসীর সুত্রে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর দায়ের করা অভিযোগ পত্রের সুত্রে জানা গেছে, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আব্দুল খালেক তার ভাই মালেক, সহযোগী আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, নুর ইসলাম, ষ্টিল আনোয়ার, আব্দুর রব, বাদশা, সুমনসহ উল্লেখিত সন্ত্রাসীদের হাতে জিম্মী পুরো কুতুবপুরবাসী। সুত্রে উল্লেখ্য করা হয়েছে প্রত্যেক সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও কুতুবপুরে সংঘটিত কবীর হত্যা, স্বপন হত্যা, ভূট্রো হত্যা, বাবুল হত্যাসহ চাদাঁবাজী, ডাকাতি, ছিনতাই মামলা রয়েছে ফতুল্লা, শ্যামপুর, ডেমড়া থানাসহ দেশের বিভিন্ন থানায়। কুতুবপুরে যুবলীগের সাধারন সম্পাদক খালেকের বিরুদ্ধে ফতুল্লা, শ্যামপুর, ডেমড়া থানায় রয়েছে প্রায় এক ডজন খানেক মামলা।
ফতুল্লা থানার মামলার মধ্যে মামলা নং ৩(৯)৯৫,২৬(১)৯৫, ২৩(৩)৯৫, ১৯(২)৯৫, ৪৪(৮)০৪, ২০(১০)৯৮,৩৩(৪)৯৯,শ্যামপুর থানার মামলা ২৪(১)৯৯, ১৪০(১২)৯৭, ফতুল্লা থানার মামলা ৩৬(১০)০১,ডেমড়া থানার মামলা নং ৩৯(১০)৯৮,৯৯(১০)৯৯ এসব মামলা উল্লেখ্য করা হয়েছে। এছাড়াও মাদক ব্যবসা পরিচালনা, অবৈধ অস্ত্রের ব্যবসা এবং অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে খালেকের ভাই মালেকের বিরুদ্ধে। সুত্রের অভিযোগে জানা গেছে, বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে খালেকের ভাই মালেক তার কাছে রক্ষিত বিভিন্ন অবৈধ অস্ত্র ঢাকার বিভিন্ন পেশাদার সন্ত্রাসী ও কিলারদের কাছে টাকার বিনিময় ভাড়া দিতে বলে অভিযোগ পাওয়া গেছে। কুতুবপুরের মূর্তিমান সন্ত্রাসী আঃ খালেক ও তার ভাই মালেক এবং তাদের বাহিনীর অপকর্মের সংবাদ প্রকাশিত হওয়ার পর এই চক্রের হাতে শিকার কুতুবপুরের অনেক বাসিন্দা এখন মুখ খুলতে শুরু করেছে। তাদের সুত্রে জানা গেছে বিগত ওয়ান ইলেভেন সরকারের পর সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ ও তাদের জোট আসীন হওয়ার পর থেকেই কুতুবপুর জুড়ে অপরাধের রাজত্ব কায়েম করতে শুরু করেন যুবলীগ নেতা আঃ খালেক, তার ভাই মালেক ও তাদের বাহিনীর লোকজন।
সুত্রে প্রকাশ তৎকালীন এমপি কবরীর বিশেষ আস্থাভাজন হিসাবে পরিচিত আঃ খালেক ও তার বাহিনী কুতুবপুর জুড়ে মাদক ব্যবসা পরিচালনা, শেল্টার দাতা, নীরব চাদাঁবাজী, ভূমিদস্যুতাসহ নানা অপকর্মে সক্রিয় হয়ে উঠে। আর এই সকল অপকর্মে খালেক বাহিনীর সাথে সংযুক্ত হন কুতুবপুরের ওয়ার্ড আওয়ামী লীগের আলাউদ্দীন হাওলাদার ও তার লোকজন। তৃনমৃল আওয়ামী নেতা-কর্মীদের সুত্রে জানা গেছে তৎকালীন সময়ে খালেক, মালেক, আলাউদ্দীন হাওলাদার গংয়ের অপকর্ম এতোটাই বেপরোয়া ছিলো যে, তাদের নানা অপকর্মের প্রতিবাদ করলে সেই অঞ্চলের আওয়ামী পরিবার হিসাবে পরিচিতরা ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছে তাদের মাধ্যমে। কুতুবপুরের বাসিন্দা আরিফুর রহমান জানায়, খালেক ও মালেক কুতুবপুরের সন্ত্রাসীদের গড ফাদার, ওরা মাদক ব্যবসা করে, চাদাঁবাজী করে, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর ওদের কথা না শুনলে ওরা মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে দেওয়ার হুমকি দেয়। একই ইউনিয়নের ফেরদৌস রাজু জানায়, খালেক, মালেক ও তার বাহিনীর অপকর্মের বিরুদ্ধে সাধারন মানুষ ভয়ে মুখ খুলতে চায় না। কুতুবপুরের আরেক বাসিন্দা শহীদ আফ্রেদী নামে এক যুবক জানায়, খালেক ও মালেক এবং তাদের বাহিনী দ্বারা কুতুবপুরের মানুষ অত্যাচারিত হচ্ছে। আমাদের বাড়ী করার সময় ওদের চাদাঁ দিতে হয়েছে বলে সে দাবী করেন।
স্থানীয়দের অভিমত বিগত আওয়ামী সরকারের আমলে সন্ত্রাসী আঃ খালেক, তার ভাই মালেক এবং তাদের বাহিনী তৎকালীন এমপি কবরীর শেল্টারে নানা অপকর্ম করে যাওয়ার পরও কেন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হলো না। বর্তমান সরকার দলীয় এমপি শামীম ওসমান ক্ষমতায় থাকা সত্যেও এই সকল সন্ত্রাসীরা এখন কিভাবে রাজনীতির আড়ালে নানা অপকর্ম করে বেড়াচ্ছে? খালেক, মালেক ও তাদের বাহিনীর অপকর্ম বন্ধ এবং তাদের আইনের আওতায় আনতে কুতুবপুরের সাধারন মানুষ এমপি শামীম ওসমানের সু-দৃষ্টি কামনা করছেন। তাদের অভিমত এমপি শামীম ওসমান সর্বকালের সবচেয়ে বৃহৎ উন্নয়ন মূলক কর্মকান্ড করে যাচ্ছেন তার নির্বাচনী এলাকায়। অথচ খালেক, মালেক, ভূমিদস্যু আলাউদ্দীনের মতো লোকের কারনে তাকে যেনো কোনো ধরনের খেসারত দিতে না হয় এই জন্য এখুনি সময় কুতুবপুরের সন্ত্রাসী খালেক, তার ভাই মালেক, তাদের বাহিনী এবং আলাউদ্দীন হাওলাদারের মতো বিতর্কিতদের লাগাম টেনে ধরা তাদের দল থেকে বিতাড়িত করে আইনের আওতায় আনা এখন সাধারন মানুষের জোরালো দাবীতে পরিনত হয়েছে। (পর্ব চলমান)