সাদ্দাম হোসেন শুভ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কথিত থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে শাকিল ও তার বড় ভাই শাহাবউদ্দিনের নেতৃত্বে চলছে জমজমাট মাদক ব্যবসা।
কথিত পুলিশ সোর্স শাকিল ও তার ভাই শাহাবউদ্দিনের একাধিক মোবাইলে মাদক বিক্রির কথোপকথনের ভয়েস রেকর্ড অত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
পাগলা নন্দলালপুরবাসীর দাবী এই ধরনের কথিত সোর্সদের আইনের আওতায় আনতে না পারলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনার মাদক নির্মূলের জিরো টলারেন্স ঘোষনা বাস্তবায়ন হবে না।
সুত্রে জানা গেছে ফতুল্লা থানাধীন পাগলা নন্দলালপুর এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছোট ছেলে শাকিল নিজেকে থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে তার বড় ভাই শাহাবউদ্দিনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জমজমাট পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে পাগলা নন্দলালপুর, আলীগঞ্জ এলাকায়। পাশাপাশি এই কথিত সোর্স পাগলা নয়ামাটি, নন্দলালপুর, আলীগঞ্জ এলাকার বিভিন্ন মাদক স্পর্টের শেল্টার দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজনের অভিযোগ কথিত সোর্স শাকিল ও তার ভাইয়ের মাদক ব্যবসা টিকিয়ে রেখে এবং তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ কারী দের বিভিন্ন সময় থানার টহল টীমের পুলিশ দিয়ে হয়রানি করছে। ফতুল্লা মডেল থানায় বদলী হয়ে আসা নতুন নতুন বেশ কয়েক জন সহকারী দারোগা দের ভূল তথ্য দিয়ে তাদের সাথে ডিউটিতে থাকা পুলিশ লাইনের রির্জাভ পুলিশ কনষ্টেবলসহ আরো কয়েক জনের সাথে গভীর সখ্যতা করে কথিত সোর্স শাকিল, সাধারন মানুষদের মাদক ব্যবসায়ী বানানোর নাটক করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। সুত্রে জানা গেছে, হাতিয়ে নেওয়া সেই টাকার একটি অংশ পাচ্ছে টহল টীমের দায়িত্ব পালনকারী পুলিশ অফিসার, বাকী অংশের কিছু পায় টহল টীমে থাকা কনষ্টেবল এবং যৎ সামান্য টাকা চলে যায় কথিত সোর্স শাকিলের পকেটে। শাকিলের দম্ভোকি ‘আমি নিজেই তো পুলিশ দিয়ে সামারী করি আর আমার মাদক ব্যবসায় বাধাঁ দেয় কে?’
ইতিমধ্যে কথিত পুলিশ সোর্স শাকিল ও তার ভাই শাহাবউদ্দিনের মাদক বিক্রির অসংখ্য অডিও ভয়েস রেকর্ড উজ্জীবিত বাংলাদেশ সংরক্ষিত রয়েছে।
আংশিক আপনাদের তোলে ধরা হলো… মোবাইলের একপ্রান্ত থেকে সোর্স শাকিল অপরপ্রন্ত থেকে মাদক সেবনকারী!
সোর্স শাকিল: হ্যালো মামা কি বলেন!
মাদকসেবী: শাহাবউদ্দিন বা তোর কাছথেকে মামা দশটা সুপারি (সুপারি মানে ইয়াবা) লাগতো আছে নাকি?
সোর্স শাকিল: হে মামা আছে।
মাদকসেবী: কত দিতে হবে মামা?
সোর্স শাকিল: মামা ২৫শ টাকা দিতে হবে।
মাদকসেবী: মামা কিছু কম হবে না?
সোর্স শাকিল: ১০টাতো ২শ টাকা কম দিয়েন, তবে কোনো ঝামেলা আছে নাকি?
মাদকসেবী: মামা কি বলছ, আমি চাই আমার ধারা তোর দুই টাকা ইনকাম হোক, তবে মামা আরেকটু কম হবে না?
সোর্স শাকিল: আচ্ছা মামা বাড়ীর সামনে আসেন, আর কম হবে না কিন্তু একটা মাল খাওইয়া দিমো নে আসেন।
কথিত পুলিশ সোর্স শাকিল ও তার ভাইয়ের অডিও রেকর্ড আপনাদের কাছে আংশিক তোলে ধরা হলো। সোর্স শাকিল ও তার ভাইয়ের কয়েক শতাধিক এমন মাদক বিক্রির অডিও ভয়েস রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য, কথিত সোর্স শাকিলের বড় ভাই শাহাবউদ্দিন ওরফে কাক্কু দীর্ঘদিন যাবত ক্রসফায়ার পাঁ হারানো শীর্ষ সন্ত্রাসী লিখনের সক্রিয় সহযোগী হিসেবে ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন মাদকে ডিলার হিসেবে পরিচিত ছিলো পাগলা শাহীবাজার, নিচিন্তপুর, নূরবাগ এলাকায়। তার বিরুদ্ধে কদমতলী থানা, ফতুল্লা মডেল থানায় কয়েকটি মাদকের মামলা রয়েছে বলেও একাধিক সুত্রে জানা যায়।
নন্দলালপুর এলাকাবসী কথিত সোর্স শাকিল ও তার ভাই শাহাবউদ্দিনের মাদক ব্যবসার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এসপি হারুন অর-রশিদ মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন অত্র এলাকার অভিভাবক মহল।