নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শ্রী মাখন চন্দ্র সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রঘুনাথপুর এলাকাবাসী। ৯ সেপ্টেম্বর দুপুরে প্রথমে জেলা প্রশাসক কার্যালয় পরে পুলিশ সুপার কার্যালয় দুইটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে এলাকায় ভূমিদস্যু, চাঁদাবাজি, সন্ত্রাসী সহ নানা অপকর্ম করে বেরিয়েছেন শ্রী মাখন চন্দ্র সরকার, এ বিষয়ে এলাকার কেউ প্রতিবাদ করলেই তাকে বিভিন্ন সময় মিথ্যা মামলা-মোকদ্দমা ও তার পেটুয়া বাহিনী দ্বারা হতে হয়েছে নির্যাতনের শিকার।
পরিশেষে গত ৫ ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর কে বা কাহারা আওয়ামী লীগ নেতা মাখন চন্দ্র সরকারের বাড়িতে হামলা চালায় সেই ঘটনায় ভূমিধস্যু, চাঁদাবাজ শ্রী মাখন চন্দ্র সরকার এলাকাবাসী সাধারণ মানুষ ও হিন্দু সম্প্রদায়ের অনেককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও নানা ভাবে হয়রানি চেষ্টা ও ষড়যন্ত্র করছে।
ভূমিদস্যু চাঁদাবাজ মাখন চন্দ্র সরকারের কাছ থেকে তার নিজের ধর্মের লোকেরাও হয়েছে হয়রানির ও মামলা হামলার শিকার। এতদিন আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে এলাকায় অপরাধ জগত করে তুলেছে শ্রী মাখন চন্দ্র সরকার, ৫ আগষ্ট দেশ স্বাধীন হওয়ার পর এখন আর সেই প্রভাব তিনি কাটাতে পারছেন না।
তাই এখন তিনি তাকে সংখ্যালঘু পরিচয় দিয়ে নিজেকে এলাকায় পুনরায় জাহির করতে শুরু করেছেন নতুন ষড়যন্ত্র। তাই এলাকাবাসী ও সাধারণ মানুষের দাবী মাখন চন্দ্র সরকারকে এলাকায় আর আসতে দেওয়া হবে না, তিনি আসলেই আবারো কুতুবপুর রঘুনাথপুর এলাকায়, আবারো হয়ে যাবে অপরাধ জগতের স্বরাজ্য।
তাই জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর সুদৃষ্টি কামনা করে তাকে অচিরে গ্রেফতার করে আইনে আলতান এনে বিচারের জোরালো দাবী জানিয়েছেন এলাকাবাসী।এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন।
কোন প্রকার মিথ্যা মামলায় এবং হয়রানী মূলক মামলায় কাউকে গ্রেফতার করা হবে না, মামলা হলে আগে তদন্ত করা হবে তারপরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যারা নিরীহ তাদের কোন প্রকার হয়রানি পুলিশ করবে না এটা আমার পুলিশ সুপারের নির্দেশ।