ঝিনাইদহের কালীগঞ্জে ক্লাস চলাকালীন সময়ে শ্রেনী কক্ষে প্রবেশ করে সুলতানা রিজিয়া নাসরিন নামে এক স্কুল শিক্ষিকার হাত ভেঙ্গে দেবার ঘটনায় থানায় মামলা ও একজন কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আসামীদের গ্রেফতার ও বিচারের দাবি করছে স্থানীয় প্রশাসনের নিকট। আহত সুলতানা রিজিয়া নাছরিন বাদি হয়ে কালীগঞ্জ থানায় আব্দুল আলীম ও তার স্ত্রী নুর জাহানের নাম উল্লেখ করে মামলা টি দায়ের করে। পুলিশ নুর জাহান কে আটক করেছে ও তার স্বামী আব্দুল আলীমকে আটক করতে পারেনি। সরকারি আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চণা রাণী জানান, সোমবার সকালে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী জুয়াইরিয়া লাবিবা নামের এক শিক্ষার্থী শ্রেনী কক্ষে মনযোগী না হওয়া বকাঝকা করে। দুপুরে ছুটির পর ওই শিক্ষার্থী বাড়ি চলে যায়। এরপর দুপুর দুইটার পর ওই মেয়ের বাবা আব্দুল আলিম ও মা নুর জাহান ক্ষিপ্ত হয়ে স্কুলের অফিস রুমে প্রবেশ করে। এরপর কেন তার মেয়েকে বকা হয়েছে তার কৈফিয়ত চায়। আমিসহ স্কুলের সহকারীরা তাকে বোঝানোর চেষ্টা করি যে তেমন কিছু হয়নি। কিন্তু তিনি আমাদের কথা না শুনে টেবিলের ওপর থাকা কাঠের নেমপ্লেট দিয়ে সুলতানা রিজিয়া নাছরিন এলামোলো ভাবে বাম হাতে পেটাতে থাকে। টেবিলের উপরে থাকা কাচের গøাস দিয়ে ছুড়ে মারে ও অফিস ভাংচুর করে। এতে নাসরিন নামে এক শিক্ষিকার হাত ভেঙ্গে জখম হয়। পরে আরো উত্তেজিত হয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। সোমবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ পৌর শহরের মডেল সরকারি আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর দোষী ব্যক্তির শাস্তির দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির নেতুবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ জানান, অন্যায় করলে তার ব্যবস্থা অফিশিয়ালি নেওয়ার বিধান রয়েছে। কিন্তু অফিস চলাকালীন সময়ে একজন মহিলা শিক্ষিকার ওপর হামলা মেনে নেওয়া যায় না। আমরা দোষী ব্যক্তির শাস্তির দাবিতে বিকালেই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি তাৎক্ষণিক ভাবে থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, আমি বিকালে লিখিত অভিযোগ পাওয়ার পর কালীগঞ্জ থানার ওসিকে জানিয়েছি মামলা নিতে। এছাড়া যত দ্রæত সম্ভব হামলাকারী অভিভাবক আব্দুল আলিমকে আটক করতে নির্দেশ দিয়েছি। এই ঘটনায় ২ জনকে আসামি করে শিক্ষিকা সুলতানা রিজিয়া নাসরিন থানায় মামলা দায়ের করেছেন। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, ঘটনাটি আমলে নিয়ে মামলার এজাহার ভুক্ত আসামি আলিমের স্ত্রী নুর জাহানকে তাৎক্ষণিক ভাবে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।