আইইএলটিএস (IELTS) নকল করার অপরাধে গতকাল রোববার (২৯ ডিসেম্বর) বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে কানাডার টরেন্টো থেকে বের করে দেওয়া হয়েছে। তার প্রায় সবাই ভারতীয় পাঞ্জাব অঞ্চলের শিক্ষার্থী।
জানা গেছে, এদের সবার আইইএলটিএস নকল। তারা এজেন্সির মাধ্যমে আইইএলটিএস জালিয়াতি করে টরন্টোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলো। পরে তদন্তের মাধম্যে আইইএলটিএসের এই ভুয়া সার্টিফিকেট ধরা পরে।