নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল:-নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল সুকৌশলে চুরি করে সরানোর সময় ৩৪১কেজি চাল সহ সাধারণ জনগণের হাতে আটক হয়, চেয়ারম্যানের নিকট ভর্তি এক ব্যক্তি খবর পেয়ে উপজেলা ভূমি কর্মকর্তার সহযোগিতায় চাল উদ্ধার করেছেন পুলিশ।
এ ঘটনায় ৭নং কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিনের হুকুমে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনতা।
(২৫ মার্চ) বিকেলে সিধলী বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে চেয়ারম্যানের এমন অপকর্মের সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের প্রতিবাদ জানান।
স্থানীয়রা অভিযোগ করেন, গরিব-অসহায়দের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে চাল ঈদ উপহার হিসেবে দেওয়া হলেও অনেক পরিবার তাদের প্রাপ্য চাল পায়নি,এমনকি মৃত ব্যক্তির নামেও চাল তোলার অভিযোগ রয়েছে, চেয়ারম্যান নামে বিশ্বস্ত লোকজনের মাধ্যমে সরকারি চাল পাচারের চেষ্টা করেন।
এরআগে সোমবার (২৫মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সিধলী পূর্ব বাজারের একটি দোকানের পাশে সরিয়ে রাখে প্রথমে জনতা পরে খবর পেয়ে উপজেলা ভূমি কর্মকতা এসে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩৪১কেজি সরকারি চাল জব্দ করে ও জনতার হাতে আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন ।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে সরকারি ৩৪১কেজি চাল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ রয়েছে চেয়ারম্যান জয়নাল আবেদীনের বিরুদ্ধে। সরকারি অনুদান লুটপাট করে নিজ স্বার্থে ব্যবহার করার এবং ২৬শে মার্চ পালনের ক্ষেত্রেও অভিযোগ রয়েছে, এলাকাবাসীর।তাই এলাকাবাসী তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
এ ঘটনার পর থেকে চেয়ারম্যান নানান অজুহাত দেখিয়ে উপজেলা ইউনিয়নের ওপেন ঘোরাফেরা করছে বলে জানান সাধারণ জনতা। তাদের বক্তব্য পাওয়া যায়নি।
একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করা যেখানে দায়িত্ব, সেখানে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের হক লুটপাট করা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। চেয়ারম্যান নামে যদি সত্যিই এই ঘটনায় জড়িত থাকেন, তবে এটি স্থানীয় প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্নীতির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।