মোঃ বাবুল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:-নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ ৭ জন আহত হয়েছেন।
কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আহতরা চিকিৎসাধী রয়েছেন এবং একজনকে গুরুতর অবস্থায় দেখে দায়িত্বরত চিকিৎসক ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এর আগে গত ৪/৩/২৫ তারিখ দুপুরে দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের কালাকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কালাকোনা গ্রামের একই পরিবারের মামলার বাদী ছেলে ভাই আত্মীয় স্বজনরা।
অভিযুক্তরা হলেন- পার্শ্ববর্তী হীরাকান্দা গ্রামের মোঃচান মিয়া (৬০)সহ তাহার চার ছেলে সাগর মিয়া,শাহীন মিয়া,অনিক মিয়া ও হৃদয় মিয়া পিতা, চান মিয়া, হীরাকান্দা গ্রামের মাহাবুব পিতা জালাল উদ্দিন লোকমান মিয়া পিতা রহমত আলী, মামুন মিয়া পিতা জালাল উদ্দিন অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জন।
জানা গেছে,হীরাকান্দা ও কালাকোনা দুই কিলো দূরত্ব পার্শ্ববর্তী গ্রামের আনোয়ারের পরিবারের সাথে মোঃ চান মিয়াসহ তার পরিবারের সঙ্গে কালাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের মাটি ভরাট নিয়ে বিরোধ চলে আসছিল।এদিকে চান মিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ডের সভাপতি সেই প্রভাব দেখিয়ে কাজটি নিজের করে নেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।
ঘটনার দিন চান মিয়া ছেলে গংদের নিয়ে পরিকল্পিত ভাবেই অনাধিকারে প্রবেশ করে বাদী পক্ষের বাড়িতে বিএনপি’র প্রভাব দেখিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে অনাধিকারে প্রবেশ করে বাড়ি ঘরে ভাঙচুর ও হামলা চালায়।
বাদী জানান, বাড়ির আঙিনায় এসে প্রতিনিয়তই অকথ্য ভাষায় গালিগালাজ করে, ঐদিন তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে অনাধিকারে আমাদের বসত বাড়িতে প্রবেশ করে মোঃচান মিয়া ও তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে বাড়িতে হামলা ও ভাংচুর সন্ত্রাসী কার্যকলাপ চালায়।
এ সময় বাদীর ছেলে ভাই ভাতিজা এক নারী গুরুতর আহত হন।আহতদের ডাক চিৎকারে শুনিয়া স্থানীয় লোকজন আগাইয়া আসলে বিবাদীগণ প্রাণ নাশকের হুমকি দিয়া স্থান পরিত্যাগ করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজন কে গুরুতর আহত দেখে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহত রোগীরা উপজেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা অধিনে রয়েছে।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন,পূর্বপরিকল্পিতভাবে আমার পরিবারের সদস্যদের ওপর হামলা ও ভাংচুর সন্ত্রাসী কার্যকলাপ করেছেন মোঃচান মিয়াসহ তার লোকজন। এতে আমি বাদী হয়ে অভিযোগ দায় করেছি।
ঘটনার পর থেকে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়ে ঘোরাফেরা করছে, আমিসহ আমার পরিবার প্রাণ নাশকের হুমকিতে ভুগছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে অপরাধীরা। তাই বাদী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি ,তদন্ত হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।