মোঃআরিফ হোসেন
আমি যখন ইতিহাস পড়ি,
আমারি মুখের ভাষা কে নেবে কেড়ে সালাম উঠে জাগি,
আমি যখন ইতিহাস শুনে ভয় পাই,
জব্বার-বরকত-রফিক আমাকে ঘিরে রেখে,
হায়নার থাবার সাথে করে লড়াই,
আমি যখন ইতিহাস পড়ে দেই হাল ছেড়ে
এক ছোট্ট শিশু মুক্তির কুঝ্জটিকা নিয়ে নেমে আসে মিছিলে।
এই বীরের ইতিহাস আমার,হে তারুণ্য,হে আগামীর মহাকাল
শোন একাত্তরের পথে পথে কি ছিলো তোমার অঙ্গীকার?
তুমি ভুলে যেও না হে বাঙ্গালী এ মানচিত্র আমার।
তবে আজও কেন ঝরে পরে রক্ত,
ভিজে যায় শুষ্ক রোদেলা রাজপথ।
তবো আজও কেন দেখি হায়নাদের হানা,
ঝরে যায় নিষ্পাপ তাজা তাজা প্রাণ।
আমি যখন একাত্তরের কথা ভাবি,
আমার শিহরণে মার্চের উত্তাল ঢেউ আমায় দেয় ঝাকুনি।
আমি চিনি তাহারে চিনি, চিনি সে আগে জেগে উঠে কেন!
উলঙ্গ দেহ নিয়ে মুক্তির মিছিলে সবার আগে নূর হোসেন।
হে তারুণ্য হে মহাকাল, আগামীর প্রসূতি,
ভুলে যেও না তুমি কাল নক্ষত্রে জাগা সেই বীরের জাতি,
মহাকালের পথ চলায় তুমি ছিলে অনির্বাণ,
তবে কেন আজ তোমারি সম্মুখে,হায়নার থাবায় ঝরে গেল তাজা প্রাণ।
তোমার তবে কেন ছিল না কোনো প্রচেষ্টা,
হায়নার সাথে লড়াই করার সে এক অঙ্গীকার?
ভুলে যেও না হে নব প্রভাতের নবীন এ মানচিত্র আমার।
আজিকের সূর্যোদয়ে এসেছে যে নতুন শিশু,
তাহাকে শুনিয়েছি উনসত্তরের গান
এ এক টুকরো পতাকার জন্য ত্রিশ লক্ষ বুক চিরে বয়ে গেছে মহাসমুদ্র,
স্টিম-রোলারে ক্ষত-বিক্ষত তাজা তাজা প্রাণ।
তবে আজ কি করে উত্তর দেব আগামীর নবীন দলের কাছে?
না,এ ব্যর্থতা এ ঘৃণা, এ করুণ লজ্জা বাংলা তোমার,
তুমি ভুলে যেও না, হে নির্লজ্জ বাঙ্গালি এ মানচিত্র আমার।