প্রকাশ্যে দিনে-দুপুরে সাংবাদিক মোঃ রাশেদুল ইসলামকে রাস্তা থেকে ইজিবাইকে তুলে নিয়ে অপহরনের চেষ্টা করে কথিত ভাইয়ের অনুগতরা। শুক্রবার ( ১২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় চাষাড়া শহীদ মিনার অভ্যন্তরে এ অপহরনের চেষ্টার ঘটনা ঘটে। এ বিষয়ে মৃত ইদ্রিস চৌধুরীর ছেলে রাশেদুল ইসলাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে রাশেদুল ইসলাম উল্লেখ করেন যে, সে একজন পেশাদার সাংবাদিক হিসেবে অনলাইন নিউজ পোর্টাল “নারায়ণগঞ্জ মেইল ডট কম” এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছি। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আমার অফিসের কাজ শেষে চা-নাস্তা খাওয়ার উদ্দেশ্যে শহীদ মিনারের ভিতর দিয়ে বেইলী টাওয়ারের দিকে যাওয়ার সময় শহীদ মিনারের অভ্যন্তরে সুঠাম দেহের অধিকারী বয়স অনুমান ৩০ একজন অপরিচিত ব্যক্তি আমার নাম ধরে ডাক দিলে আমি তার সামনে গেলে তিনি আমার কুশল বিনিময় করে বলতে থাকেন- ‘কি ব্যাপার ভাইয়ের বিরুদ্ধে নিউজ করে আপনি একা একা চাষাড়া দিয়ে ঘুরতেছেন, আপনার মনে কি ডর-ভয় বলতে কিছু নেই।’ উক্ত সময়ে উক্ত ব্যক্তি সহ প্রায় ১০/১২ জন মিলে (যাদের প্রত্যেকের বয়স অনুমান ২৫-৩০) আমাকে ঘিরে ফেলে বিভিন্ন ধরনের হুমকিমূলক কথাবার্তা বলতে থাকলে আমি তাড়াতাড়ি শহীদ মিনারের মেইন গেট দিয়ে বাইরে আসার সাথে সাথে উক্ত ১০/১২ জনের ভিতরে প্রায় ৪/৫ জন আমার কলার ও কোমড় জাপটে ধরে ইজি বাইকে তুলে অপহরণের চেষ্টা চালায়। আমি জোরে জোরে পুলিশ পুলিশ করে চিৎকার করলে রাস্তার ওপাশে সোনালী ব্যাংকের সামনে থাকা কয়েকজন পুলিশ সদস্য রাস্তার এপাড়ে আসতে থাকার সময় উক্ত অজ্ঞাতনামা বিবাদীগণ ভবিষ্যতে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
উল্লেখ্য যে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে তা দাখিল করেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় সে নির্বাচনে অংশ নিতে পারেনি। এর আগে কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে রাশেদুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এমতাবস্থায় রাশেদুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা উক্ত বিবাদীগণের আতংকে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছি।