কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগের এবার ইলিশের জালে ধরা পড়েছে ৪টি সেইল ফিশ।এই মাছগুলো বেশ দ্রæত গতিসম্পন্ন।দেখতে অনেকটা পাখির মতো। তাই স্থানীয় জেলেদের কাছে পাখি মাছ হিসেবে বেশ পরিচত। গভীর সমুদ্রে ফারুক আকন নামের এক জেলের জালে এই মাছ ৪টি ধরা পরে। সোমবার বিকেলে মাছগুলো মৎস্য বন্দর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। মাছ ৪ টির ওজন ১৪০ কেজি। নাঈম নামের এক আড়ৎদার এ মাছগুলো ২৫ হাজার টাকায় ক্রয় করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জেলে ফারুক আকন জানান, অন্যান্য মাছের সাথে এই মাছ ৪টি আটকা পরে। প্রথমে জাল থেকে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। তীরে আসলে মাছ ৪টি নিলামে বিক্রি করা হয়।
আড়ৎদার নাইম জানান, চারটি মাছ ২৫ হাজার টাকায় কিনেছে। ঢাকায় পাঠানোর জন্য প্রক্রিয়াধিন করা হচ্ছে। ভালো দাম পাবো বলে আশা করেছেন তিনি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছগুলো বেশ দ্রæত গতিসম্পন্ন। খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে এর বেশ চাহিদা রয়েছে। এ মাছের ইংলিশ নাম সেইল ফিস। আর স্থানীয় জেলেদের কাছে পাখি মাছ হিসেবে পরিচিত।