নারায়নগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত অ-১৫ একাডেমি কাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ বন্ধন ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন। বাফুফে’র কার্যনির্বাহী কমিটির সদস্য জাতীয় ফুটবলার গোলাম গাউস পৃষ্ঠপোষকতায় এন.ডি.এফ.এ একাডেমি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বন্ধন ফুটবল একাডেমি ৩-১ গোলে মদনগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বন্ধন একাডেমির পক্ষে গোল তিনটি করেন রিফাত,আসফাইন ও অমিত এবং বিজিত দল মদনগঞ্জের পক্ষে একটি গোল পরিশোধ করেন আব্দুল রাহিম। নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়ামে বিকেল ৪.টায় খেলাটি শুরু হয়।পূর্ব নির্ধারিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব,মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ফতেহ রেজা রিপন,সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি, এনডিএফএ’র সভাপতি শহীদ হোসেন স্বপন,সাবেক জাতীয় ফুটবলার জাকির হোসেন,আজমল হোসেন বিদ্যু,সুজন,টুর্নামেন্ট কমিটির আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব মাহামুদ হোসেন সুজন, নারায়নগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের ম্যানেজার নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপি নেতা একরামুল কবির মামুন, গিয়াসউদ্দিন লাভলু প্রমুখ।