একুশে বইমেলা ২০২০-এ নাট্যকার ও ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ শিল্পশৈলীর জনক ড. মুকিদ চৌধুরী ও তার পিতা দ্রোহী কথাসাহিত্যিক আবদুর রউফ চৌধুরীর একাধিক বই প্রকাশিত হচ্ছে।
আবদুর রউফ চৌধুরীর বইয়ের তালিকায় রয়েছে মুক্তিসংগ্রাম, উপন্যাস, গবেষণা ও ইতিহাস। গত কয়েক বছর ধরে প্রতিটি বইমেলায় আবদুর রউফ চৌধুরীর গ্রন্থ প্রকাশিত হয়ে আসছে। ২০১৯-এর একুশে বইমেলায় নিয়ে আসে আগামী প্রকাশনী ‘মুক্তিসংগ্রাম সমগ্র’ ও ‘বাংলাদেশ ১৯৭১’ গ্রন্থগুলো। ‘মুক্তিসংগ্রাম সমগ্র’ গ্রন্থের মূল উপজীব্য বাংলাদেশের ইতিহাস (১৯৪৭-১৯৭১)। একুশে বইমেলা ২০২০-এ আগামী প্রকাশনী নিয়ে আসছে আবদুর রউফ চৌধুরীর ‘ধর্মের নির্যাস’ (ইসলাম ধর্মের সারাংশ) ও ‘বাইবেলে নবী মুহাম্মদ (সা.)’। ‘ধর্মের নির্যাস’ গ্রন্থে যথার্থ ও নিঃসংশয় মূল্যায়ন উপস্থাপন করে প্রচারিত ভ্রান্তমত ও ধারণাগুলো খণ্ড করে প্রশ্ন ও চিন্তা উদ্রেককারী বিষয়ের আলোকে এবং ঐতিহাসিক প্রমাণ ও বাস্তবসম্মত ব্যাখ্যা দ্বারা লক্ষ্যবস্তুতে পৌঁছতে চেয়েছেন লেখক।
অন্যদিকে ‘বাইবেলে নবী মুহাম্মদ (সা.)’ গ্রন্থে খ্রিস্টান পাদ্রিকর্তৃক ইসলাম ধর্ম ও কুরআনের বিকৃতব্যাখ্যা ও ভ্রান্ত মন্তব্যগুলোকে বাতিল করার চেষ্টা করেছেন লেখক। গ্রন্থটি সংলাপ ও প্রতিসংলাপ নির্ভর হওয়ায় সুখপাঠ্য ও তথ্যসমৃদ্ধ। অনিন্দ্য প্রকাশ নিয়ে আসছে আবদুর রউফ চৌধুরীর একটি অনাবাসী উপন্যাস ‘অনিকেতন’ ও ‘আরব জাতির ইতিহাস’। ‘অনিকেতন’ উপন্যাসের চরিত্রগুলো আগাগোড়া হতাশাগ্রস্ত, জীবনযুদ্ধে পরাজিত, নিঃসঙ্গ ও শান্তিবিবর্জিত মানুষ। তাদের জীবনে কোনো-একপর্যায়ে শান্তির দৃশ্য দেখা দিলেও সেসব চিত্র যেন অনড় কষ্টের ও যন্ত্রণায় তীব্র। ব্যক্তি, পরিবার ও সমাজপ্রথার দ্বন্দ্বে অনাবাসী বাঙালি কীভাবে উপেক্ষিত-বঞ্চিত-বিকৃত এবং বিকশিত হয় তারই স্বরূপ অঙ্কিত হয়েছে ‘অনিকেতন’ উপন্যাসে। ‘আরব জাতির ইতিহাস’ গ্রন্থে লেখক বিভিন্ন সূত্রকে একত্রিত এবং নতুন তথ্যের সংযোজন করেছেন। পাশাপাশি স্থান করে দিয়েছেন আরব-জাতির দীর্ঘসংগ্রামের বিশদ ইতিকথা, বিবিধ আন্দোলন ও সংগ্রামের অনুপুঙ্খ ইতিহাস।
অন্যদিকে একুশে বইমেলা ২০২০-এ দ্রোহী কথাসাহিত্যিক আবদুর রউফ চৌধুরীর পুত্র নাট্যকার ড. মুকিদ চৌধুরীরও একাধিক গ্রন্থ প্রকাশিত হচ্ছে। সেগুলো হলো : আগামী প্রকাশনী থেকে ‘ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)’; অঙ্কুর প্রকাশনী থেকে কাব্যনাট্য ‘রাজা গৌড় গোবিন্দ’; অনিন্দ্য প্রকাশ থেকে নাট্যোপন্যাস ‘অশোকানন্দ’, গল্পসম্ভার ‘তীরের বৃক্ষরাজি’, গবেষণা ‘নৃত্য’; আর অনার্য পালিকেশনস থেকে ‘কাব্যসমগ্র ১’।অনার্য পাবলিকেশনস থেকে আরও আসছে ড. তানভীর আহমেদ সিডনীর ‘দ্রোহী কথাসাহিত্যিক আবদুর রউফ চৌধুরীর/ জীবন ও সৃষ্টি’।